কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির কাছ থেকে সীমান্ত সুরক্ষা বৃদ্ধি ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পাওয়ার পর গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে ফোনালাপের শুল্ক আরোপ স্থগিত করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে সম্মত হয়েছে কানাডা। পাশাপাশি, সংগঠিত অপরাধ, ফেন্টানিল চোরাচালান এবং অর্থপাচারের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।

আরো পড়ুন:

নতুন ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অন্যদিকে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে মেক্সিকো তাদের উত্তর সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে বলে জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রও মেক্সিকোতে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র চোরাচালান রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

দুই নেতার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। নব্বই দশকের মুক্তবাণিজ্য চুক্তির পর থেকে এই দেশগুলোর অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো, সব মার্কিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি ঠিক সেটাই করছি। আমি এই প্রাথমিক ফলাফলে খুবই সন্তুষ্ট।’

মেক্সিকো ও কানাডার সঙ্গে এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্যযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিত বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

তবে, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছেন ট্রাম্প। এর ফলে আজ মঙ্গলবার থেকে চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর র ওপর

এছাড়াও পড়ুন:

আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল 

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  উপজেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে  রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলার গাউসিয়া এলাকার ঢাকা টু সিলেট মহা সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা রহমান,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম শান্ত,সদস্য আরিফুল, রূপগঞ্জ উপজেলা  ছাত্রদল নেতা রাসেল ফকির, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা, ফারুক আশরাফুল, ফেরদৌস, সানি, কাউছার, নাইম, নাফিজ, সাইফুল, দিপু, সুজন, ভোলাব ইউনিয়ন ছাত্রদল নেতা আনাস, মিরাজ, ছাব্বির, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়সাল, নাছিম, রুবেল , ভূলতা ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান, দিপু,আল-আমিন, বাইজিদ,সোহান,আবু রজিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা, ইমরান, সাইফুল, অমিত, চনপাড়া  ইউনিয়ন ছাত্রদল নেতা হোসাইন ফরাজী,অমিত, রিফাত, হাসান প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ