‘আমিই সেরা’- জন্মদিনের আগে জোড়া গোল করে রোনালদো
Published: 4th, February 2025 GMT
আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার আগে ৩৯তম বছরের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন জোড়া গোল দিয়ে। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আল নাসরকে ৪-০ গোলে জয় এনে দেন পর্তুগিজ তারকা।
ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। গোলের পর অভিনব ভঙ্গিতে হাত উপরে তুলে বিশেষ উদযাপনও করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোলসংখ্যা ৯২৩টি। বয়স ৩০ পার হওয়ার আগে তার গোল সংখ্যা ছিল ৪৬৩টি, আর ৩০ বছরের পর থেকে এখন পর্যন্ত করেছেন ৪৬০ গোল। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকেই ‘সবচেয়ে পরিপূর্ণ’ ফুটবলার দাবি করেন রোনালদো। তার ভাষায়, ‘আমি মনে করি, এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আমি। আমার ভালো হেড করার দক্ষতা আছে, ফ্রি-কিক নিই দারুণভাবে, দুই পায়েই সমানভাবে শট নিতে পারি। কেউ যদি বলে ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয়, সেটা হবে মিথ্যা। আমিই সেরা।’
পেলে, ম্যারাডোনা ও মেসির প্রসঙ্গ টেনে রোনালদো আরও বলেন, ‘মানুষের পছন্দ ভিন্ন হতে পারে। কেউ পেলে, ম্যারাডোনা কিংবা মেসিকে এগিয়ে রাখবেন, সেটা আমি সম্মান করি। তবে পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। ইতিহাসে আর কোনো ফুটবলার আছে কি, যে হেড, বাঁ পা, পেনাল্টি কিংবা ফ্রি-কিক মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছে? আমি শীর্ষ ১০ ফুটবলারের মধ্যে আছি, যারা বাঁ পা ও হেড—দুই জায়গাতেই সবচেয়ে বেশি গোল করেছে।’
এ ছাড়া, ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছেন রোনালদো। তবে শেষ পর্যন্ত স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দেন তিনি।
বিশ্বকাপ খেলার ভবিষ্যৎ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ এখনও দেড় বছর বাকি। আমি খেলতে পারলে ভালো, না পারলেও এটা নিয়ে বড় কোনো আফসোস থাকবে না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলার গাউসিয়া এলাকার ঢাকা টু সিলেট মহা সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা রহমান,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম শান্ত,সদস্য আরিফুল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রাসেল ফকির, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা, ফারুক আশরাফুল, ফেরদৌস, সানি, কাউছার, নাইম, নাফিজ, সাইফুল, দিপু, সুজন, ভোলাব ইউনিয়ন ছাত্রদল নেতা আনাস, মিরাজ, ছাব্বির, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়সাল, নাছিম, রুবেল , ভূলতা ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান, দিপু,আল-আমিন, বাইজিদ,সোহান,আবু রজিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা, ইমরান, সাইফুল, অমিত, চনপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হোসাইন ফরাজী,অমিত, রিফাত, হাসান প্রমুখ।