সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

সোমবার (৪ জানুয়ারি) গভীর রাতে কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

জানা গেছে, জুলাই-আগস্ট ছাত্র অভ্যুত্থানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের তাড়াশসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনায় পরে তাড়াশ থানায় ভুক্তভোগীরা মামলা করেন। এ মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আসামি করা হয়। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।

ঢাকা/এমআর/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ