জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল এলাকা থেকে এক ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে হল এলাকা থেকে লাশ উদ্ধার করে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

নিহত প্রীতম রায় মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট প্রোভাইডার মাস্টারনেটের কর্মচারী। তিনি সাভারের ভাটপাড়া এলাকায় ইন্টারনেট কোম্পানির বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর।

মীর মশাররফ হোসেন হলের কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী সূত্রে জানা যায়, রাতে প্রীতমসহ চারজন কর্মচারী হলে ইন্টারনেট সার্ভিসিংয়ের কাজ করছিলেন। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদের সার্ভিসিং করছিলেন বাকিরা হলের অন্যদিকে কাজ করছিলেন। পরে প্রীতমের খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজির পর হলের পেছনের অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাদের ধারণা, তিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন।

এ বিষয়ে মাস্টারনেটের মালিক মো.

রুবেল বলেন, দিনের বেলায় সব শিক্ষার্থী রুমে অবস্থান করে না। সে জন্য রাতেই তার কর্মচারীরা হলে সার্ভিসিংয়ের কাজ করছিলেন। ছাদে প্রীতম ইন্টারনেটের লেজারের কাজ করছিলেন। রাত ১১টার দিকে হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজনকে প্রীতম ফোনে জানিয়েছিলেন তিনি দুটি লেজার সার্ভিসিং করেছেন আর দুটি বাকি আছে। এরপরে তার সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির পর হলের পেছনের অংশে প্রীতমের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহামুদুর রহমান বলেন, স্পটে দুইবার গিয়ে এবং কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো, হলের ছাদের চিলেকোঠার কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে হয়তো পড়ে গেছে। কারণ আমরা কার্নিশের ইট ভাঙা পেয়েছি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক জ করছ ল ন

এছাড়াও পড়ুন:

তরুণরা নতুন রাজনীতির কথা বলে পুরোনো পথেই হাঁটছে: নুরুল হক নুর

তরুণরা নতুন রাজনীতির কথা বললেও পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে। তারা একাত্তর-মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ ব্যবসা করবেন না। এই গণঅভ্যুথান কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, একক ব্যক্তির নেতৃত্বে বা একক ডাকে হয়নি। এটি একটি গণ আন্দোলন, গণঅভ্যুথান। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল বলেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক তরুণ নতুন রাজনীতির কথা বলে সেই পুরোনো পথে হাঁটতে চায়। তারা পেশিশক্তি, কালো টাকা রাজনীতির আধিপত্য বিস্তারের দিকে যেতে যাচ্ছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

নুর আরও বলেন, দেশে ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার, বহু প্রধানমন্ত্রী দেখেছে দেশের জনগণ। নির্বাচনের আগে বহু আশা-আকাঙ্ক্ষা দেখালেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায় বিজয়ীরা। অর্থাৎ যে লংকায় যায় সেই রাবণ হয়। মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। যে কারণে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি না করার অনুরোধ জানান রাজনৈতিক দলগুলোর প্রতি।

সংস্কারের বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন সেটাকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করার জন্য সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখন। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের জন্য উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানান দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই এলাকায় আগে যে সংসদ সদস্য ছিলেন তিনি হচ্ছেন মমতাজ বেগম। এই মমতাজ বেগমের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই।

গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতি‌ত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।

সম্পর্কিত নিবন্ধ