বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন জিমি নিশাম। শিরোপা জিততে পারেননি। শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এবার সেই বরিশালের হয়েই নিজের অধরা মিশন সমাপ্ত করতে আসছেন সাবেক কিউই অলরাউন্ডার।
বিপিএলের ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে বরিশাল। নিশামকে কেবল ফাইনালের জন্যই উড়িয়ে এনেছে শিরোপাধারীরা। শক্তি ও সামর্থ্যে বরিশাল পিছিয়ে ছিল না। ফাইনালের আগে চমক হিসেবে অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন। এবার চমকটা তারা আরো বাড়িয়ে দিল। ফাইনাল খেলতে পেস বোলিং অলরাউন্ডার নিশাম এখন ঢাকার পথে। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে রওণা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে এতদিন ব্যস্ত ছিলেন।
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.
এদিকে প্রথম কোয়ালিফায়ারে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলির ওপরে তারা ভরসা করতেই পারে ফাইনালে। এছাড়া কাইল মেয়ার্স তাদের একাদশে ফিরেছেন। গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে চার বিদেশী খেলোয়াড় নির্বাচন নিয়ে নিশ্চিতভাবেই ভাবতে হবে অধিনায়ক তামিমকে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের
লিফলেট হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য বয়কটের বার্তা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে ব্যতিক্রমী এ উদ্যোগ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
প্রথমদিনে তারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং কোটবাড়ির বোর্ড মার্কেটের দোকানগুলোতে এ কার্যক্রম চালান। পুরো কুমিল্লা শহরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা।
আরো পড়ুন:
গাজায় গণহত্যার প্রতিবাদ: কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
নির্দিষ্ট অভিযোগ ছাড়াই কুবির সাবেক রেজিস্ট্রারকে শাস্তি দেওয়ার অভিযোগ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, “মানুষ হিসেবে আমাদের সবার উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। আমরা যেহেতু সরাসরি ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, তাই চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারি ইসরায়েলি পণ্য বয়কট করার।”
তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা যেসব ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করার প্রতিশ্রুতি দিয়েছে।”
আতিকুর রহমান রায়হান নামে আরেক শিক্ষার্থী বলেন, “ইসরায়েলের আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর যে গণহত্যা, শিশুহত্যা, নির্যাতন চালাচ্ছে, আমাদের উচিত ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করা। একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব ইসরায়েলের পণ্য বয়কট করা।”
তিনি আরো বলেন, “আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং কোটবাড়ির বোর্ড মার্কেটের দোকানগুলোতে জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসংযোগ চালিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী