আবাসিক হোটেলে নারীকে ধর্ষণের অভিযোগ
Published: 3rd, February 2025 GMT
রাজধানীর কাফরুলে আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে কাফরুল থানায় অভিযোগ করেন তিনি।
কাফরুল থানার ডিউটি অফিসার শেখ কামরুল ইসলাম জানান, রাতে থানায় ওই নারী ধর্ষণের অভিযোগ করেছেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সত্যতা পেলে মামলা হবে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) রুবেল মল্লিক বলেন, ভুক্তভোগী ওই নারীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুনা খানের বাবা মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের বাবা মারা গেছেন। রবিবার (৯ মার্চ) রাতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন রুনা খানের বাবা ফরহাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। এসব ছবির ক্যাপশনে রুনা খান লেখেন, “আমার আব্বু চলে গেলেন! আত্মার শান্তি হোক…।”
রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী রোজী সিদ্দকী লেখেন, “আল্লাহ বেহেশত নসীব করুন।” ফজলুর রহমান বাবু লেখেন, “বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” চলচ্চিত্র অভিনয়শিল্পী নাঈম লেখেন, “শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।”
আরো পড়ুন:
মহানগর নাট্যোৎসব স্থগিতের কারণ জানালেন ফারুকী
বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!
রওনক হাসান লেখেন, “বাবার আত্মার শান্তি কামনা করছি।” মৌসুমী নাগ লেখেন, “তার আত্মার পরম শান্তি কামনা করছি।” শবনম ফারিয়া লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন! আল্লাহ আঙ্কেলের আত্মাকে শান্তি দান করুন। শক্ত হও আপু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
রুনা খানের বাবা ফরহাদ হোসেনে সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে জানা গেছে।
ঢাকা/শান্ত