Samakal:
2025-04-11@06:05:29 GMT

মাঝে মধ্যেই পা ফুলে যায়?

Published: 3rd, February 2025 GMT

মাঝে মধ্যেই পা ফুলে যায়?

মানবদেহের বিভিন্ন অঙ্গ পরস্পরের সঙ্গে যুক্ত। একটি অঙ্গে কোনো রকম গণ্ডগোল হলে অন্যান্য অঙ্গেও তার প্রভাব পড়ে। কিডনি বা বৃক্ক দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির সমস্যা সময় থাকতে সামলানো না গেলে প্রাণ নিয়েও টানাটানি হতে পারে। অনেক ক্ষেত্রেই কিডনির সমস্যার প্রাথমিক উপসর্গগুলো অবহেলা করেন মানুষ। এমনই একটি লক্ষণ পা ফুলে যাওয়া।
শরীরের বিভিন্ন প্রান্তে তরল পদার্থ জমে গেলে সংশ্লিষ্ট অঙ্গটি ফুলে যেতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বলে ইডিমা। সাধারণত কিডনির সমস্যায় পায়ের গোড়ালি ও চোখের তলায় জমা হয় তরল। অনেক সময়ে কিডনিতে অবস্থিত সূক্ষ্ম নালিগুলো ক্ষতিগ্রস্ত হলে ‘নেফ্রোটিক সিনড্রোম’ দেখা যায়। এ সমস্যায় ফুলে যেতে পারে পা। আবার অনেক সময়ে কিডনির সমস্যায় সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে পা ফুলে যায়। খনিজ লবণের ভারসাম্য হারালে শরীরের পেশিতে টান লাগার সমস্যা তৈরি হয়। মূলত ক্যালশিয়াম ও ফসফরাসের সমস্যায় এমন ঘটনা ঘটে। সুতরাং পায়ের পাতা ও গোড়ালি ফুলে গেলে অবহেলা না করে পরামর্শ নিতে হবে চিকিৎসকের। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমস য য়

এছাড়াও পড়ুন:

শজনে–উচ্ছে দিয়ে ডালের রেসিপি

ছবি: সাবিনা ইয়াসমিন

সম্পর্কিত নিবন্ধ