বাংলা সাহিত্যের হাজার বছরের পথপরিক্রমা
Published: 3rd, February 2025 GMT
বাংলা সাহিত্যের প্রতিটি মুহূর্তকে মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত করে গেছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল পাঞ্জেরি হুমায়ুন আজাদ; যাঁর প্রতিটি সাহিত্য হচ্ছে আলোর ভুবন, প্রতিটি বই নীলিমার উজ্জ্বল নক্ষত্ররূপে আমাদের সাহিত্যের মানসজগৎকে আলোকিত করে যাচ্ছে প্রভাতের সূর্যের মতো। প্রচলিত ধ্যান-ধারণাকে উপেক্ষা করে ব্যক্তিগত অভিপ্রায়, সমাজ ও সাহিত্য অনুরাগীদের আলোর পথে এগিয়ে নিয়েছেন। একই সঙ্গে অন্ধকারকে বিদূরিত করেছেন তাঁর লেখনীর মাধ্যমে এবং রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে। মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছেন তাঁর লেখনীশক্তির দ্বারা। বাংলা সাহিত্যের হাজার বছরের যে পথপরিক্রমা, তার প্রধান অংশের সংক্ষিপ্ত রূপ উপস্থাপন করা হয়েছে ‘লাল নীল দীপাবলি’ বা বাঙলা সাহিত্যের জীবনী গ্রন্থে। বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হুমায়ুন আজাদ রচিত শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় ‘লাল নীল দীপাবলি’কে। বাংলা ভাষা ও সাহিত্যকে সঠিকভাবে অনুশীলনের জন্য এটি অনন্য। স্থান, কাল ও ক্ষেত্রবিশেষে ভাষার বিবর্তন ঘটে মানুষের কণ্ঠে। এ ভাষাকে জীবন্তরূপে শিল্পকলার শ্রেষ্ঠ আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত করেন সাহিত্যিকরা।
১৯৭৬ সালে প্রথম প্রকাশিত হয় তাঁর ‘লাল নীল দীপাবলি’। প্রাচীন যুগের চর্যাপদকে বর্ণনা করা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম প্রদীপ হিসেবে। অন্ধকার যুগের দেড়শ বছরের সাহিত্য, মধ্য যুগের মঙ্গল কাব্যকে বিশেষায়িত করা হয়েছে ‘প্রদীপ জ্বললো আবার’ শিরোনামে। এখানে বর্ণনা করা হয়েছে মনসামঙ্গলের নীল দুঃখ, চণ্ডীমঙ্গলের সোনালি গল্প, কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী এবং রায়গুণাকর ভারতচন্দ্রের সাহিত্য। বৈষ্ণব পদাবলিকে উপস্থাপন করা হয়েছে বাংলা সাহিত্যের উজ্জ্বলতম আলো হিসেবে; বিদ্যাপতি, চণ্ডীদাস, চৈতন্য ও বৈষ্ণব জীবনী এবং উল্লেখযোগ্য কয়েকজন সাহিত্যিকের অনুবাদশিল্প। মুসলিম কবিদের সাহিত্যকে উপস্থাপন করেছেন বাংলা সাহিত্যের ভিন্ন প্রদীপ হিসেবে। এখানে মহাকবি আলাওলের সাহিত্য স্থান পেয়েছে। লোকসাহিত্যকে বুকের বাঁশরি, তারপর দ্বিতীয় অন্ধকার যুগ শুরু। এ যুগের পরবর্তী সাহিত্যকর্মকে বলা হয়েছে অভিনব আলোর ঝলক হিসেবে। গদ্য সাহিত্যকে বাংলা সাহিত্যের নতুন সম্রাট হিসেবে ভূষিত করেছেন। কবিতাকে উল্লেখ করেছেন অন্তর হতে আহরি বচন। উপন্যাসকে বলেছেন মানুষের মহাকাব্য। নাটককে জীবনের দ্বন্দ্ব হিসেবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মকে সংজ্ঞায়িত করেছেন প্রতিদিনের সূর্য হিসেবে।
আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ সাহিত্যকে প্রস্ফুটিত করেছেন। ‘লাল নীল দীপাবলি’ বাংলা ভাষা ও সাহিত্যের শুধু একটি ইতিহাস গ্রন্থ নয়; বরং এটি বাংলা ভাষা ও সাহিত্যের শিখর থেকে শিকড় পর্যন্ত হাজারো আলোকবর্তিকাকে মহাকাব্যিকভাবে এ গ্রন্থে উপস্থাপন করা হয়েছে। এ বইটিতে বিশেষ করে পাঠক হিসেবে গুরুত্ব পেয়েছে কিশোর-কিশোরী তরুণ-তরুণীদের মানসজগৎ, যারা কৈশোর পেরিয়ে ঢুকেছে এক বিস্ময়কর আলোতে, যাদের সৌরলোক ভরে গেছে সাহিত্যের সৌরভে, নবীন থেকে প্রবীণ সবার জন্য সংক্ষিপ্তভাবে বাংলা ভাষা ও সাহিত্যের একটি পূর্ণাঙ্গ সংবিধান গ্রন্থ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আগামী বহু বছর পর্যন্ত বাংলা সাহিত্য অনুরাগীদের মনে সাহিত্যের বিভা উদ্ভাসিত করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত কর ছ ন
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে স্কুল ঢুকে প্রধান শিক্ষককে ‘জুতাপেটা’
শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে একদল নারী অভিভাবক আব্দুল জব্বার নামে এক শিক্ষককে ‘জুতাপেটা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে তারা ওই শিক্ষকের ওপর হামলা করেন। ভুক্তভোগী আব্দুল জব্বার ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুল জব্বার স্কুলে ক্লাস করানোর সময় তাদের মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছেন।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‘মিড ডে মিল’
এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, “আমার মেয়েকে স্থানীয় এক যুবক উত্ত্যক্ত করতো। তাকে বিভিন্ন সময়ে বুঝানো হয়েছে। কথা না শুনায় তাকে শাসন করা হয়েছিল। সেই ছেলে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে।”
তিনি আরো বলেন, “আমি শিক্ষার্থীদেরকে সন্তানের মতো দেখি। সেভাবেই আদর-শাসন করি। তদন্ত করে সঠিক বিষয়টি বের করার জন্য ঊর্ধ্বতনদের আহ্বন জানাচ্ছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক হিসেবে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছর এপ্রিল মাসে যোগ দেন আব্দুল জব্বার। বুধবার দুপুরে হঠাৎ করেই একদল নারী স্কুলে প্রবেশ করে তার কক্ষে যান। তারা আব্দুল জব্বারকে আক্রমণ করেন। এসময় সহকারী শিক্ষক সাজেদা বেগমসহ কয়েকজন প্রধান শিক্ষককে রক্ষার চেষ্টা করেন। ফলে শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
প্রধান শিক্ষকের ওপর হামলায় অংশ নেওয়া ঝুমা বেগম নামে এক অভিভাবক বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ক্লাস নেওয়ার সময় আমাদের মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন।” একই দাবি করেছেন সুমি বেগম নামে অপর এক নারী।
আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা বেগম বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা অফিসে প্রবেশ করে হামলা করেন। একপর্যায়ে তারা জুতা দিয়ে পেটাতে থাকেন। আমরা অনেক কষ্টে প্রধান শিক্ষককে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করি।”
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে যান। তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের আশ্বস্ত করেন।
মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ঢাকা/কাওছার/মাসুদ