Samakal:
2025-04-09@22:00:31 GMT

পটুয়াখালীতে কুইজ প্রতিযোগিতা

Published: 3rd, February 2025 GMT

পটুয়াখালীতে কুইজ প্রতিযোগিতা

শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় পটুয়াখালী সুহৃদ সমাবেশের আয়োজনে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বিকেলে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি কলেজের বাংলা, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন ও মৃত্তিকা বিভাগ থেকে উত্তীর্ণ ১২ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে বাংলা বিভাগ থেকে খাতুনে জান্নাত, তানিয়া আক্তার মাহি ও আয়শা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে নুসরত জাহান আয়শা, প্রসেনজিৎ দাস ও কানিজ ফাতেমা, রসায়ন বিভাগ থেকে কাওসার আহমেদ শিহাব ও দেবপ্রিয় সমাদ্দার পিউ এবং মৃত্তিকা বিভাগ থেকে চয়ন চন্দ্র শীলসহ ৯ জন প্রতিযোগী অংশ নেন।  
অনুষ্ঠানে সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন বলেন, ‘সংগঠন মানুষকে ভালো কিছু করার তাড়না দেয়, ভালো কাজের প্রেরণা জোগায় এবং মানুষের পাশে দাঁড়ানোর সাহস জোগায়।’
জেলা সুহৃদ জ্যেষ্ঠ সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা গাজী হানিফ, সৈয়দ আবদুল ওয়াদুদ ও সৈয়দ তাজুল ইসলাম, প্রাক্তন সুহৃদ শাহরিমা সুলতানা বাপ্পী, জেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, যুগ্ম সাধারণ সম্পাদক ঐশী রায়, অর্থবিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম রাহাত, পটুয়াখালী সরকারি কলেজ ইউনিটের সভাপতি নাজমুল খান, সম্পাদক হাওলাদার অনু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও হালিমা বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন, সদস্য আল-কাইয়ুম প্রমুখ। v
সুহৃদ পটুয়াখালী

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাজায় গণহত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি রাশেদুল হক ও নির্বাহী সদস্য আবদুল্লাহ মজুমদার।

শহিদুল ইসলাম বলেন, ইসরায়েল মানবতার শত্রু। তাদের মোকাবিলায় বিশ্বের মুসলিম নেতাদের এক হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সহসভাপতি মীর সুজন হোসেন, মো. বাবল ইসলাম, ইমরান হোসেন, মীম মাসকর শহিদুল, আসাদ, আমির হোসেন, আ. রহমান, আবু বকর, জুনায়েদ এনাম বকুল প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় গণহত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন 
  • মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জন আটক