Samakal:
2025-02-05@08:39:37 GMT

পটুয়াখালীতে কুইজ প্রতিযোগিতা

Published: 3rd, February 2025 GMT

পটুয়াখালীতে কুইজ প্রতিযোগিতা

শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় পটুয়াখালী সুহৃদ সমাবেশের আয়োজনে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বিকেলে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি কলেজের বাংলা, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন ও মৃত্তিকা বিভাগ থেকে উত্তীর্ণ ১২ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে বাংলা বিভাগ থেকে খাতুনে জান্নাত, তানিয়া আক্তার মাহি ও আয়শা আক্তার, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে নুসরত জাহান আয়শা, প্রসেনজিৎ দাস ও কানিজ ফাতেমা, রসায়ন বিভাগ থেকে কাওসার আহমেদ শিহাব ও দেবপ্রিয় সমাদ্দার পিউ এবং মৃত্তিকা বিভাগ থেকে চয়ন চন্দ্র শীলসহ ৯ জন প্রতিযোগী অংশ নেন।  
অনুষ্ঠানে সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন বলেন, ‘সংগঠন মানুষকে ভালো কিছু করার তাড়না দেয়, ভালো কাজের প্রেরণা জোগায় এবং মানুষের পাশে দাঁড়ানোর সাহস জোগায়।’
জেলা সুহৃদ জ্যেষ্ঠ সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা গাজী হানিফ, সৈয়দ আবদুল ওয়াদুদ ও সৈয়দ তাজুল ইসলাম, প্রাক্তন সুহৃদ শাহরিমা সুলতানা বাপ্পী, জেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, যুগ্ম সাধারণ সম্পাদক ঐশী রায়, অর্থবিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম রাহাত, পটুয়াখালী সরকারি কলেজ ইউনিটের সভাপতি নাজমুল খান, সম্পাদক হাওলাদার অনু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও হালিমা বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আরিফ হোসেন, সদস্য আল-কাইয়ুম প্রমুখ। v
সুহৃদ পটুয়াখালী

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উল্লাপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ গ্রেপ্তার

ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জসিম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক ভিপি ফরহাদ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তখাড়ুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফরহাদ ওই গ্রামের হাসান আলীর ছেলে। গ্রেপ্তার ফরহাদ এলাকায় ভিপি ফরহাদ হিসেবে পরিচিত। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ফরহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • উল্লাপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ গ্রেপ্তার