Samakal:
2025-02-05@06:56:55 GMT

অদম্য মেধাবী শাপলার পাশে আমরা

Published: 3rd, February 2025 GMT

অদম্য মেধাবী শাপলার পাশে আমরা

দারিদ্র্য জয় করে শিশুকালে মা হারানো ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের অদম্য মেধাবী শাপলা খাতুন নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাঁকে সংবর্ধিত করেছে সমকাল সুহৃদ সমাবেশ। ২৮ জানুয়ারি  সকালে সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে শাপলার হাতে ফুলেল শুভেচ্ছা এবং মেডিকেলে ভর্তির জন্য সহায়তার ব্যবস্থা করে তাঁকে সংবর্ধনা দেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় ঈশ্বরদীর আরেক কৃতী শিক্ষার্থী সামিন ইয়াসির সামি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাঁকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুহৃদরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুহৃদরা শাপলাকে সঙ্গে নিয়ে গিয়ে তাঁর পারিবারিক অবস্থার কথা তুলে ধরলে নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ শাপলার হাতে মেডিকেলে ভর্তির জন্য সমুদয় অর্থ ও ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর ভর্তি ছাড়াও পড়াকালীন বিভিন্ন প্রয়োজনে তাঁকে সহায়তার আশ্বাস দেন। এ সময় শাপলার বাবা শফিকুল ইসলাম ও সামিনের বাবা উপস্থিত ছিলেন। 
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী সুহৃদ সভাপতি আব্দুল আলীম বিশ্বাস মিঠু। অনুষ্ঠান আয়োজনের সার্বিক সমন্বয় করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার। এ সময় উপস্থিত ছিলেন– যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, বাঘইল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদসহ ঈশ্বরদীর সুহৃদরা।   
‘মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত শাপলার’ শিরোনামে সমকাল অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবেদন দেখে শাপলার ভর্তির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। সুহৃদরা শাপলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অবহিত করার পর শাপলাকে সঙ্গে নিয়ে তাঁর বাবা শফিকুল ইসলাম সম্মত হন। পরে আনুষ্ঠানিকভাবে শাপলাকে ফুলেল শুভেচ্ছা ও তাঁর ভর্তির বিষয়ে কথা হয়। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সাবেক ডিএমপি কমিশনারসহ হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানসহ তিনজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত ডিবি পুলিশের করা এই আবেদন মঞ্জুর করেন। 

গ্রেপ্তার অন্য দুজন হলেন- ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর আদাবর থানাধীন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রুবেল মারা যান।

এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। 

সম্পর্কিত নিবন্ধ