বিগত সরকারের প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করা এবং ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর বিএনপি।
সোমবার বিকেলে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ববাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা মাওলানা আবু সাঈদ, আতিকুর রহমান, চান মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৪০১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, দর কমেছে ১২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।
ডিএসইতে ৪৭১ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে।
সিএসইতে ১৯৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫ টির দর বেড়েছে, কমেছে ৬৭ টির এবং ১৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস