Samakal:
2025-03-09@21:02:20 GMT

স্বকল্প ও বিকল্প ভাবুন

Published: 3rd, February 2025 GMT

স্বকল্প ও বিকল্প ভাবুন

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত-সংক্রান্ত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়িতে শুরু করিয়াছে। ইতোমধ্যে এই দেশে মার্কিন অর্থায়নে চলমান বহু প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত হইয়া গিয়াছে। সোমবার প্রকাশিত সমকালের এক সংবাদ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) রোহিঙ্গা সহায়তা ব্যতীত বাংলাদেশের অবশিষ্ট সকল কার্যক্রম আপাতত তিন মাসের জন্য গুটাইয়া লইয়াছে। কর্মসূচির ব্যাপ্তি ও বিপুল কর্মীসংখ্যার কারণে বিশ্বের বৃহত্তম বেসরকারি ও অলাভজনক উন্নয়ন সংস্থারূপে পরিচিত ব্র্যাক বাংলাদেশে মার্কিন অর্থায়নের ছয়টি প্রকল্প স্থগিত করিয়াছে। সম্প্রতি আইসিডিডিআর,বি সহস্রাধিক কর্মী ছাঁটাই করিয়াছে, যেই সংস্থাটি স্বাস্থ্য খাতে বৃহৎ গবেষণা চালাইতেছে; সাধারণ মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত বহু হাসপাতাল পরিচালনা করিতেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগের জীবন রক্ষাকারী ঔষধের সরবরাহ বন্ধের ঘোষণা দিয়াছে। বন্ধ হইয়া গিয়াছে পুষ্টি-সংক্রান্ত দুইটি প্রকল্প। ফলে এইচআইভি-এইডস, যক্ষ্মা, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ম্যালেরিয়া, অপুষ্টিজনিত বিবিধ সংক্রামক ব্যাধির ঝুঁকি বৃদ্ধি পাইতে পারে। নিউট্রিশন ইন্টারন্যাশনালের বাংলাদেশ পরিচালক বলিয়াছেন, বর্তমানে দেশে আনুমানিক দেড় লক্ষ শিশু খর্বাকৃতির হইয়া থাকে। মার্কিন সহায়তা বন্ধ হইলে সংখ্যাটি আরও বৃদ্ধি পাইতে পারে। একই কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারে টিকাদান, কৃমি নিয়ন্ত্রণ ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ন্যায় জাতীয় কর্মসূচি।

বিগত কয়েক বৎসরে মার্কিন সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে শীর্ষ ১০-এ ছিল বাংলাদেশ। অন্যদিকে মার্কিন সহায়তার অধিকাংশ আসে ইউএসএআইডির মাধ্যমে এবং প্রধানত বিভিন্ন বেসরকারি সংস্থাকে দিয়া কৃষি,

স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, পরিবেশ, জ্বালানি ও মানবিক খাতে বিবিধ প্রকল্প বাস্তবায়ন করে। এই সকল প্রকল্প বন্ধ হইলে শুধু সংশ্লিষ্ট উপকারভোগীরাই বিপদে পড়িবেন না; কর্মকর্তা-কর্মচারীরাও কর্মহারা হইবেন। ফলে বিবিধ সামাজিক, এমনকি রাজনৈতিক সমস্যাও সৃষ্টি হইতে পারে।

মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা এমন সময়ে আসিয়াছে যখন বাংলাদেশকে ইতোমধ্যে উচ্চ মূল্যস্ফীতিসহ বিবিধ চাপ মোকাবিলা করিতে হইতেছে। বিশেষত খাদ্য নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তার বিভিন্ন খাতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হইবার কারণে বিপুলসংখ্যক নিম্নআয়ের মানষের ঝুঁকি বৃদ্ধি পাইয়াছে। ইহাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশাল জনগোষ্ঠী। যদিও বলা হইয়াছে, ট্রাম্প প্রশাসনের নীতির সহিত সহায়তার আওতাধীন প্রকল্পগুলির সামঞ্জস্য পর্যালোচনার স্বার্থে আপাতত তিন মাসের জন্য এই স্থগিতাদেশ আরোপ করা  হইয়াছে; ইতোমধ্যে ঘোষিত জলবায়ু পরিবর্তন, পরিবেশসহ বিভিন্ন মানবিক খাত-সংশ্লিষ্ট ট্রাম্প প্রশাসনের বিবিধ নীতির পরিপ্রেক্ষিতে এই বিষয়ে ইতিবাচক কোনো ভাবনার অবকাশ কম বলিয়াই অনুমিত। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক ড.

মোস্তাফিজুর রহমান যথার্থই বলিয়াছেন, সহায়তা বন্ধের বিষয়কে সংশ্লিষ্ট দেশগুলির উপর চাপ সৃষ্টিরও কৌশলরূপে দেখা যাইতে পারে। তাঁহার মতে, তিন মাস পর মার্কিন সরকারের ইতিবাচক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেকে কার্যক্রম শুরু করিলেও কার্যে কাঙ্ক্ষিত গতি আনয়ন সম্ভবপর নাও হইতে পারে। ফলে আলোচ্য মার্কিন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশকে বহুবিধ উদ্যোগ গ্রহণ করিতে হইবে।
একদিকে কূটনৈতিক প্রচেষ্টা চালাইতে হইবে যাহাতে পর্যালোচনাগুলি ইতিবাচক হয়। উহা যদ্রূপ ঢাকায় করিতে হইবে, তদ্রূপ ওয়াশিংটনেও। ট্রাম্প প্রশাসনকে বোঝাইতে হইবে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী দেশ। তদুপরি বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিতের কারণে স্বাস্থ্য খাতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ অবস্থা সৃষ্টি হইতেছে। অন্যদিকে চলমান প্রকল্পসমূহকে গুরুত্বের ভিত্তিতে অব্যাহত রাখিতে সরকারকে নিজস্ব অর্থায়নেরও সিদ্ধান্ত লইতে হইবে। আশার বিষয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলিয়াছেন, মার্কিন অর্থায়ন বন্ধ হইবার পরিপ্রেক্ষিতে সরকার স্বাস্থ্য খাতে নূতন কর্মকৌশল নির্ধারণ কার্য চলমান। অন্যান্য জনস্বার্থ-সংশ্লিষ্ট খাতেও একই উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প সরক র

এছাড়াও পড়ুন:

ইউএসএআইডি-এর রাজনীতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর বিরুদ্ধে হতবাক করা প্রচারণা বা যুদ্ধকৌশল সংস্থাটিকে ‘বিশ্বের বৃহত্তম দাতা’ হিসেবে পরিচিত এ সংস্থাটিকে ধ্বংস করেছে। আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ও মানবিক সহায়তা ব্যবস্থা উদ্ধার করতে সচেষ্ট কর্মীদের মরিয়া করে তুলেছে। এটা অস্বীকার করা যায় না, এই সহায়তা শিল্পের ওপর লাখ লাখ মানুষের জীবন নির্ভর করে।

এটা বলা যায়, ‘উন্নয়ন’-এর মূল বিষয় সবসময় তার প্রবক্তাদের দাবির তুলনায় অনেক কম মানবতাবাদী ছিল। প্রকৃতপক্ষে, সাহায্যের পুরো উদ্যোগটি ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বিশ্বব্যাপী বৈষম্য দূর করার পরিবর্তে সম্পদ আহরণ ও জমানোর উপায়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইউএসএআইডির সমাপ্তির পর এই বাস্তবতা সম্পর্কে সচেতনভাবে বা অচেতনভাবে ব্যাপারটি দিন দিন পরিষ্কার হচ্ছে। 
উদাহরণস্বরূপ, ‘যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় মানবিক ও উন্নয়ন সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ করে এবং তাদের বার্তা প্রচার করে যে সংস্থা সেই, ইন্টারঅ্যাকশন জারি করা একটি বিবৃতির কথা বলা যায়। সেখানে লেখা হয়েছে, এই সংস্থাগুলো  ‘জীবন বাঁচাতে এবং বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করে’। এতে যুক্ত করা হয়েছিল, ইউএসএআইডির ওপর হামলার মধ্য দিয়ে ‘যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বকে সমর্থন করে এমন কর্মসূচি স্থগিত করেছে এবং বিপজ্জনক শূন্যতা তৈরি করেছে, যা চীন ও আমাদের প্রতিপক্ষরা দ্রুত পূরণ করবে।’

পশ্চিমা মানবতাবাদ শুধু পথ হারায়নি। এটি শুরু থেকেই পশ্চিমা উপনিবেশবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আবদ্ধ। উদাহরণস্বরূপ, ১৮৮৪-১৮৮৫ বার্লিন সম্মেলন ইউরোপের আফ্রিকা বিজয়ের মঞ্চ তৈরি করেছিল, যা একটি মানবিক ঘটনা হিসেবে তৈরি করা হয়েছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রকল্পগুলো ভেঙে পড়ায় ইউরোপে সংঘাতের বর্বর পরিণতি মোকাবিলা করতে প্রথম মানবিক সংস্থাগুলো গঠন করা হয়েছিল। অনেকে সে সময় গ্লোবাল সাউথে জোরালো ভূমিকা পালন করতে শুরু করে, যেখানে তারা সক্রিয়ভাবে সাম্রাজ্যবাদী আধিপত্যকে সমর্থন করেছিল।
এই সহায়তা শিল্প কার্যত ঔপনিবেশিক ‘সভ্যতা গড়ে তোলার মিশন’ উত্তরাধিকার সূত্রে পেয়েছে। অন্যের সম্পদ হস্তগত করার আন্তর্জাতিক ব্যবস্থাকে ভালোর মুখোশ পরিয়ে দেওয়া এবং বাস্তবে এই পদ্ধতির চ্যালেঞ্জ না করেই এর সবচেয়ে খারাপ দিকগুলো সাজিয়ে-গুছিয়ে দেখানোর চেষ্টা করে। যদি কিছু ঘটে, তাহলে দুটির মধ্যে একটি জৈবিক সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক তহবিল সহায়তা 
নিষ্কাশনমূলক বৈশ্বিক বাণিজ্য ও শাসন ব্যবস্থার বৈধতা দেয়, যা ফলস্বরূপ এমন পরিণতি নিয়ে আসে, যা তহবিল সংস্থাগুলোর অস্তিত্বের বৈধতা নিশ্চিত করে। 
ফলস্বরূপ, আজ তহবিল ও উন্নয়ন সংস্থাগুলোর বিস্তার সত্ত্বেও বর্ণবাদী বৈশ্বিক ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন ঘটেনি এবং তা বিভিন্ন জাতির মধ্যে গভীর বৈষম্যভিত্তিক সম্পর্ক তুলে ধরে। ইউএস কংগ্রেসের বাজেট অফিসের ১৯৯৭ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, বৈদেশিক সাহায্য সর্বোত্তমভাবে অর্থনৈতিক উন্নয়নে ও মানব কল্যাণের উন্নতিতে গৌণ ভূমিকা পালন করে। এমনকি ‘যে পরিবেশে সেই তহবিল ব্যবহার করা হয় এবং যে শর্তে এটি দেওয়া হয়, তার ওপর ভিত্তি করে উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।’

পশ্চিমা সাহায্য তহবিল শূন্য হয়ে পড়া নিঃসন্দেহে দুঃখজনক ও বেদনাদায়ক হবে। বিশ্বের সবচেয়ে দুর্বল কিছু মানুষ কষ্ট পাবে এবং অনেকে মারাও যাবে। তবে বিশ্ব যেমন তেমনটাই আমাদের তুলে ধরা উচিত, আমরা যেমনটি চাই তেমনটি নয়। 
এর ফলে এমন এক বিশ্ব সৃষ্টি হবে, যেখানে সাহায্যকে বিশ্বব্যাপী অন্যায়ের আবরণ হতে দেওয়া হবে না। আর তহবিলের অবসানকে ‘উন্নয়ন’-এর সমাপ্তি হিসেবেও দেখা উচিত। আমাদের এমন এক পদ্ধতি গড়ে তুলতে কাজ করতে হবে, যা সত্যই একটি মানবতাবাদী ব্যবস্থাকে দৃশ্যমান করে তুলবে।  

প্যাট্রিক গাথারা: দ্য নিউ হিউম্যানিটারিয়ানে অন্তর্ভুক্তিমূলক গল্প বলার সিনিয়র সম্পাদক

সম্পর্কিত নিবন্ধ

  • ইউএসএআইডি-এর রাজনীতি