বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে  সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ অধ্যাপক মামুন মাহমুদের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তিনি এই শুভেচ্ছা জানান।                                  

এসময় দেলোয়ার হোসেন খোকন তার অনুডুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গোষণার মধ্য দিয়ে তৃনমূল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য।

অধ্যাপক মামূন মাহমুদ একজন পরিচ্ছন্ন এবং পরীক্ষীত রাজনীতিবিদ। আশা করি তিনি নারায়ণগঞ্জের ৫টি আসন জয়লাভ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সকল বিভেদ ভুলে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে পারে সেই প্রত্যাশা করছি।

এরআগে গত রবিবার  বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াস উদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ছ ত র দল ন র য়ণগঞ জ কম ট র স ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত" এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৫। 

সোমবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম, মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরদার।

স্বাগত বক্তব্য রাখেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের (শিশু বিশষজ্ঞ) ডা. মো. সালাউদ্দিন। 
সভায় আরো বক্তব্য রাখেন ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ) ডা. লী শান্তা মন্ডল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.  শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা, মোর্শেদুল ইসলাম খাঁন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, সেবিকা ও স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন এনজিও  প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার মহানগর বিএনপির র‌্যালি
  • ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্ মহানগর বিএনপির র‌্যালি
  • দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ১০ মামলা, গ্রেপ্তার ৭২
  • মাফিয়াতন্ত্র এখন বিএনপির দখলে : রফিউর রাব্বি
  • ওসমান পরিবারের বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না : রফিউর রাব্বি
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
  • নিতাইগঞ্জে কোকাকোলার গুদামে হামলার চেষ্টা, আটক ৪  
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত