ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত
Published: 3rd, February 2025 GMT
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সঞ্চালনায় "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আইএবি মিলনায়তন, শিবু মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় এ "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়।
সভাপতির আলোচনায় আব্দুল হান্নান বলেন, পরামর্শভিত্তিক কাজের মধ্যেই কল্যাণ নিহিত। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করতে গিয়ে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ মানবজাতিকে পরামর্শের গুরুত্ব বুঝিয়েছেন। পরামর্শের মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তার ওপর আল্লাহর রহমতের হাত থাকে।
সভাপতির আলোচনার পর ২০২৫ সেশনের ১৭ সদস্যের মজলিসে শুরা কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার সদস্যরা হলো: আব্দুর রহমান সজীব, আব্দুল্লাহ আল ইমরান, মুহাম্মাদ জিদান, মুহাম্মাদ আলী হোসাইন, তাশফী মাহমুদ সিয়াম, মুহাম্মাদ মূসআব জামান মাশরাফি, ইয়াছিন হোসেন, মুহাম্মাদ আবু বকর, মুহাম্মাদ ফয়সাল আহমেদ, মুহাম্মাদ জুনায়েদ হোসেন, মুহাম্মাদ আলাউদ্দিন, মুহাম্মাদ সালমান, মুহাম্মাদ রমজান হোসেন, মুহাম্মাদ রায়হান, মুহাম্মাদ শোয়াইব আহমেদ, নূরে আলম সিদ্দিকী এবং ইমরান আদনান।
এতে সংগঠনের সদস্যরা পরামর্শ ভিত্তিক কাজের গুরুত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ মজল স ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”
তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”
ঢাকা/অনিক/মাসুদ