ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত
Published: 3rd, February 2025 GMT
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সঞ্চালনায় "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আইএবি মিলনায়তন, শিবু মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় এ "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়।
সভাপতির আলোচনায় আব্দুল হান্নান বলেন, পরামর্শভিত্তিক কাজের মধ্যেই কল্যাণ নিহিত। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করতে গিয়ে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ মানবজাতিকে পরামর্শের গুরুত্ব বুঝিয়েছেন। পরামর্শের মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তার ওপর আল্লাহর রহমতের হাত থাকে।
সভাপতির আলোচনার পর ২০২৫ সেশনের ১৭ সদস্যের মজলিসে শুরা কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার সদস্যরা হলো: আব্দুর রহমান সজীব, আব্দুল্লাহ আল ইমরান, মুহাম্মাদ জিদান, মুহাম্মাদ আলী হোসাইন, তাশফী মাহমুদ সিয়াম, মুহাম্মাদ মূসআব জামান মাশরাফি, ইয়াছিন হোসেন, মুহাম্মাদ আবু বকর, মুহাম্মাদ ফয়সাল আহমেদ, মুহাম্মাদ জুনায়েদ হোসেন, মুহাম্মাদ আলাউদ্দিন, মুহাম্মাদ সালমান, মুহাম্মাদ রমজান হোসেন, মুহাম্মাদ রায়হান, মুহাম্মাদ শোয়াইব আহমেদ, নূরে আলম সিদ্দিকী এবং ইমরান আদনান।
এতে সংগঠনের সদস্যরা পরামর্শ ভিত্তিক কাজের গুরুত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ মজল স ইসল ম
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফরম পূরণ চলছে, শেষ ১০ মার্চ
এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ২০২৫ সালের ফরম পূরণ চলছে। গত ২ মার্চ থেকে চলছে ফরম পূরণ কার্যক্রম। আগামীকাল সোমবার (১০ মার্চ) পর্যন্ত চলবে ফরম পূরণ কার্যক্রম। ১১ মার্চ পর্যন্ত পরিশোধ করা যাবে ফি। গত বছরের তুলনায় এ বছর সব বিভাগের ফরম পূরণে ফি বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরোক্ত সময়ের পর বিলম্ব ফিসহ ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। এবার বিজ্ঞান বিভাগে ফি ধরা হয়েছে ২ হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ৬৮০ টাকা। ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা। ব্যবসায় ও মানবিক বিভাগের ফি ২ হাজার ২২৫ টাকা। গত বছর এ দুই বিভাগে ফি ছিল ২ হাজার ১২০ টাকা।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৯ ফেব্রুয়ারি ২০২৫এসএসসি ও এইচএসসিতে প্রতিটি বিষয় বা পত্রের পরীক্ষা হয় তিন ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নম্বর বিভাজন অনুযায়ী, প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
বাংলা, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ইসলামের ইতিহাসের মতো তত্ত্বীয় বিষয়গুলোতে প্রতি পত্রে ৩০ নম্বরের বহুনির্বাচনি ও ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে। তবে ইংরেজির প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের সৃজনশীল পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মতো ব্যবহারিক বিষয়গুলোর প্রতি পত্রে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ও ৭৫ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা হবে। এ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ২৫ নম্বরের বহুনির্বাচনি ও ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে।
আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
আরও পড়ুনবাউবি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ২১ ঘণ্টা আগে