বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে নূর নবী সরকার (৪৬) নামের একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায়  আজ সোমবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।  

অভিযুক্ত নূর নবী সরকার উপজেলার সিনজানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, ভুক্তভোগী গৃবধূর স্বামী জুতা সেলাইয়ের কাজ করেন। প্রতিদিনের মতো রোববার সকালে কাজের উদ্দেশে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে ঘরের দরজায় তার স্ত্রীর হাত ধরে টানাটানি করছে নূর নবী সরকার। তখন তারা চিৎকার করলে নূর নবী সরকার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় গৃহবধূর স্বামী ও স্থানীয়রা তাকে আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর নবীকে স্থানীয় জনতার কাছে থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনে। 

গৃহবধূর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে নূর নবী সরকার অনেক আগে থেকেই উত্ত্যক্ত করত। তাকে বারবার নিষেধ করলেও কথা শুনত না।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক গ হবধ র সরক র

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা, জাহাজে রাখা গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ