খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: মশিউর রিমান্ডে
Published: 3rd, February 2025 GMT
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো.
গত ২২ জানুয়ারি রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। পরদিন নিউমার্কেট থানার নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ঢাকা/মামুন/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনআর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা, জাহাজে রাখা গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
বিএইচ