Risingbd:
2025-02-05@09:45:59 GMT

ফেনীতে সড়কে ঝরল ৩ যুবকের প্রাণ 

Published: 3rd, February 2025 GMT

ফেনীতে সড়কে ঝরল ৩ যুবকের প্রাণ 

ফেনীতে স্বরসতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর বাসিন্দা। পূজা দেখার জন্য তারা ফেনী এসেছিলেন।

নিহতরা হলেন, নোয়াখালীর বসুরহাট উপজেলার জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) ও কোম্পানীগঞ্জ উপজেলার বিারহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স' মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় অন্তরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২ 

পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক দেলোয়ার হোসেন বলেন, ভাড়া নিয়ে ফেনী থেকে দাগনভূঞা যাচ্ছিলাম। মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন রাস্তায় পড়েছিল। ঘটনাস্থলে দুইজন মারা যায়। তাদের মধ্যে অন্তর নামে একজন তখনও জীবিত ছিলেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় সিএনজি অটোরিকশায় করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর ঘোষের মাশি (খালা) পিয়াঙ্কা ঘোষ জানান, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দূর্ঘটনায় তারা মারা যায়। তার বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন তারা।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.

মো. সুজন জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা/সাহাব/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন চ ক ৎসক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

একশনএইড নেবে নারী কর্মী, বেতন ৭৪ হাজার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে একটি প্রকল্পে অফিসার—সাইকোসোশ্যাল সাপোর্ট পদে শুধু নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার—সাইকোসোশ্যাল সাপোর্ট

পদসংখ্যা:

যোগ্যতা: সাইকোলজি, নৃ–বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ বা সমাজবিজ্ঞানের অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় এমএইচপিএসএস, জিবিভি, জিবিভি কেস ম্যানেজমেন্ট/সাইকোসোশ্যাল সাপোর্টে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। আইএসসিজি, জিবিভি এসএস গাইডলাইন ও কেস ম্যানেজমেন্ট গাইডলাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক মোট বেতন ৭৪,৩৫৬ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আরও পড়ুননেসকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৫ হাজার৪ ঘণ্টা আগেআবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনআরপিসিএল-নরিনকোতে চাকরি, মূল বেতন ৯১ হাজারসহ আছে নানা ভাতা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ