ফেনীতে স্বরসতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর বাসিন্দা। পূজা দেখার জন্য তারা ফেনী এসেছিলেন।
নিহতরা হলেন, নোয়াখালীর বসুরহাট উপজেলার জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) ও কোম্পানীগঞ্জ উপজেলার বিারহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স' মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় অন্তরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
পীরগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক দেলোয়ার হোসেন বলেন, ভাড়া নিয়ে ফেনী থেকে দাগনভূঞা যাচ্ছিলাম। মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন রাস্তায় পড়েছিল। ঘটনাস্থলে দুইজন মারা যায়। তাদের মধ্যে অন্তর নামে একজন তখনও জীবিত ছিলেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় সিএনজি অটোরিকশায় করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত অন্তর ঘোষের মাশি (খালা) পিয়াঙ্কা ঘোষ জানান, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দূর্ঘটনায় তারা মারা যায়। তার বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন তারা।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা/সাহাব/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন চ ক ৎসক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
স্ত্রীসহ রাজশাহীর সাবেক এমপি আয়েনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে
এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের পক্ষে সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।
আবেদনে বলা হয়, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান। রয়েছে। আয়েন উদ্দিনের স্ত্রীর মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পাবেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। এমতাবস্থায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
ঢাকা/মামুন/এনএইচ