ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে রিফাত আহমেদ (১৫) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর সোমবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে বস্তাবন্দি রিফাতের লাশ উদ্ধার করা হয়।

রিফাত মির্জাকান্দা গ্রামের ভ্যানচালক মফিজুল ইসলামের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার অভাবের সংসার, তাই মাঝেমধ্যে রিফাতও ভ্যান চালাত। 

গত ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। রিফাত হত্যার ঘটনায় পুলিশ এরই মধ্যে মো.

মিরাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি উপজেলার চেচুয়া গ্রামে।

পুলিশ বলছে, রিফাতের সঙ্গে থাকা ভ্যানটি চুরির উদ্দেশ্যেই তাকে গলা কেটে হত্যা করেছে ওই কিশোর।

এলাকাবাসী জানায়, মফিজুল ইসলামের চার ছেলেমেয়ের মধ্যে সবার ছোট রিফাত। সে পাশের গ্রামের কাতলশা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত। ২৭ জানুয়ারি বিকেলে ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রিফাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’দিন পরও বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় জিডি করে। এর পর পুলিশ রিফাতকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চেচুয়া এলাকার মিরাজ নামে এক যুবককে রোববার গভীর রাতে মুক্তাগাছা শহরের মনিরামবাড়ী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে মির্জাকান্দা গ্রামের একটি সরিষা ক্ষেতে মাটি খুঁড়ে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, ভ্যান চুরির উদ্দেশ্যে শিশু রিফাতকে গলা কেটে হত্যা করে মিরাজ সরিষা ক্ষেতে লাশ পুঁতে রেখেছিল। গ্রেপ্তার মিরাজ স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে।                  

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ

এছাড়াও পড়ুন:

ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা শ্রেণি: ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে।

শুক্রবার রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র কায়েম হয় যখন আমরা বুঝবো এ কমিউনিটি সবচেয়ে শক্তিশালী, কমিউনিটিতে থাকতে হবে, কমিউনিটির সিদ্ধান্তে এ এলাকায় উন্নয়ন হবে, কমিউনিটি যেমনি করে চায় তেমনি করে হবে। কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো, কোনটা তার খারাপ।

তিনি আরও বলেন, যে ইসলাম ধর্মের অন্তর্গত না, যে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্মের, অন্য ধর্মের সেও আমার সমাজের অন্তর্গত। আমার সমাজের বাইরে সে না, এই যে সত্য কথাটা, এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতির চর্চা হয় তার একটাই ভাষা, মানুষ। মানুষের চেয়ে সত্য আর কিছু নাই। মাজার এটাই করে। এই যে কথা বলবার যে শক্তির জায়গা এটা যদি রাখতে পারি তখন আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারবো।

শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগবে উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। আমাদের উপদেষ্টা ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা) এটা খুব ভালো করে বুঝেন যে, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।

ফরহাদ মজহার বলেন, মাজার আমাদের মনে করিয়ে দেয় স্মৃতি গুরুত্বপূর্ণ। আমরা যখন এ স্মৃতির উছিলায় একত্রিত হই, মানুষটা নাই কিন্তু মানুষের স্মৃতি আছে, সেটা কি? তার কাজ, তার আমল। মানুষ নশ্বর, মৃত্যুকে সে কখনোই এড়াতে পারবে না, সে মরবেই কিন্তু সে যেটা রেখে যায় সেটা হচ্ছে আমল। মাজার শেখায়, তোমার জীবন তুচ্ছ, তোমার আমল সবার আগে।

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিরপুরে আন্দোলনে আহত মাহফুজুর রহমান, আবুল বাসার সোহেল, সম্মুখ সারির যোদ্ধা আলী নুর, কবি নকিব মুকশি, হাসনাত শোয়েব, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, হুমায়ুন শফিক, উদয় হাসান ও মিলন হোসেন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ