ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতাকে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়রা সমালোচনা করতে শুরু করেছেন। 

গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকার একটি অনুষ্ঠানে দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। 

আরো পড়ুন: ধামরাইয়ে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

আরো পড়ুন:

সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির দাবিতে তারেক রহমানকে খোলা চিঠি

নাটোরে বিএনপির ৩ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ

একই মঞ্চে দেখা যাওয়া দুই নেতা হলেন- ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান। তিনি কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

এলাকাবাসী জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে এলেন। তিনি ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকেই নানাভাবে প্রভাব বিস্তার করেন এলাকায়। তার বিরুদ্ধে গত বছরের মার্চ মাসে নিজের বাড়িতে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে গত ২৩ অক্টোবর গ্রেপ্তার হন লুৎফর রহমান। তাকে চেয়ারম্যান পদ থেকেও অপসারণ করা হয়। সম্প্রতি জামিনে এসে প্রকাশ্যে কর্মসূচি পরিচালনা করছেন তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক পাল্লী এলাকার এক বাসিন্দা বলেন, “লুৎফর চেয়ারম্যান আমাদের নানাভাবে হয়রানি করেছেন। সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। এখন আবারো তিনি ফিরেছেন। বিএনপি নেতারাই তাকে প্রকাশ্যে আনছেন।”

এ বিষয়ে জানতে লুৎফর রহমানকে ফোন করা হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি কল কেটে দেন।

স্বেচ্ছাসেবক দলের ধামরাই উপজেলা কমিটির সদস্য সচিব সুজন মাহমুদ বলেন, “আমি বিষয়টি জানতাম না। তাকে দেখার পর প্রতিবাদ করি। অনুষ্ঠান থেকে বের হয়েও আসতে চেয়েছিলাম।”

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “বিষয়টি জানা নেই। অনেকে নিজের মতো অনেক কিছু করে ফেলেন। খোঁজ নিয়ে দেখব।”

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আওয় ম ল গ ব এনপ আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

নৌ উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের বিশেষ দূতের  সাক্ষাৎ      

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও উন্নয়নবিষয়ক বিশেষ দূত জুরিয়ান মিডেলহফ।                                

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে তারা বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষ জনশক্তি সৃষ্টি, বিকল্প বিরোধ নিষ্পত্তি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজ করা, শ্রম অসন্তোষ নিরসন, শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন, শ্রম সংস্কার, যুবকদের প্রশিক্ষণ এবং তৈরী পোশাক খাতের বিকাশ নিয়ে আলোচনা করেন।

এ সময় উপদেষ্টা বলেন, “কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কর্মসংস্থান অধিদপ্তর নামে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সব (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক) শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।” 

তিনি বলেন, “শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রমিক প্রতিনিধি এবং মালিকপক্ষ একযোগে কাজ করছে। এক্ষেত্রে আইএলও, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের বাস্তবসম্মত মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব পক্ষের মতামত অনুযায়ী শ্রম আইন যুগোপযোগী করা হচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্স থিজস ওয়াউডস্ট্রা, অর্থনীতি ও বেসরকারি খাত উন্নয়নবিষয়ক ফার্স্ট সেক্রেটারি সারা ভ্যান হোভ, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির প্রোগ্রাম কো-অর্ডিনেটর এরিক প্যারিগার।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ