ছয়বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত করার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মশিউর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো.

হাসানুজ্জামান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শোনার জন্য খালেদা জিয়া ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। রিমান্ডে যাওয়া মশিউর রহমান এ মামলায় ৫৫নং এজাহারনামীয় আসামি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ টন গম

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম দেশে এসে পৌঁছেছে। 

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা এ গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়।

৫০ হাজার ২০০ টন গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম  খালাসের কার্যক্রম শুরু  হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ