চট্টগ্রামকে উড়িয়ে বিপিএলের ফাইনালে বরিশাল
Published: 3rd, February 2025 GMT
এলিমিনেটর ম্যাচের মতো প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল চট্টগ্রাম কিংস। ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালের যাওয়ার লড়াইয়ে সেখান থেকে শামীম পাটোয়ারির দুর্দান্ত ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াই করার পুঁজি পায় চট্টগ্রাম। কিন্তু তাওহীদ হৃদয়, তামিম ইকবাল ও ডেভিড মালানের ব্যাটে সহজে ওই রান পাড়ি দিয়েছে বরিশাল। ৯ উইকেটে জিতে টানা দু’বার বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৪ রানে প্রথম, ১৪ রানে দ্বিতীয়, ২৪ রানে তৃতীয় ও ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার খাজা নাফি (৪), তিনে নামা গ্রাহাম ক্লার্ক (৬), চারে নামা মোহাম্মদ মিঠুন (১) ও মিডলের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী (৭)।
ওই বিপর্যয় থেকে জুটি গড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দুই সতীর্থ পারভেজ ইমন ও শামীম হোসেন পাটোয়ারি। তারা পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়েন। ওই জুটিতে চট্টগ্রাম ১৭০-১৮০ রান পাবে এমনই মনে হচ্ছিল। তবে ওপেনার পারভেজ ৩৬ বলে ৩৬ রান করে ফিরলে চট্টগ্রামের পরিকল্পনায় ছেদ পড়ে। বাঁ-হাতি এই ব্যাটার তিনটি চার ও দুটি ছক্কা মারেন।
শামীম পাটোয়ারি লোয়ারের খালেদ আহমেদকে এক প্রান্তে রেখে তবু লড়ছিলেন। তিনি ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে ফেরেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে ছক্কা আসে চারটি। ১৯তম ওভারে ৪ উইকেট নিয়ে ৩২ বছর বয়সী পাকিস্তানি পেসার আলী খান চট্টগ্রামের রানের চাকা পুরোপুরি আটকে দেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। কাইল মায়ার্স ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
শাইনপুকুর-লিজেন্ডস অব রূপগঞ্জ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।
ধানমন্ডি ক্লাব-গাজী গ্রুপ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।
গুলশান-অগ্রণী ব্যাংক
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
মেয়েদের আইপিএল
মুম্বাই ইন্ডিয়ানস-গুজরাট জায়ান্টস
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস ১।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-নিউক্যাসল
সরাসরি, রাত ২টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
লা লিগা
এস্পানিওল–জিরোনা
সরাসরি, রাত ২টা;
জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট।
ঢাকা/নাভিদ