আওয়ামী লীগ এদেশের মানুষের দুশমন : সাখাওয়াত
Published: 3rd, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের দুশমন। শুধু আওয়ামীলীগ না ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ যারাই আছে তারাই এদেশের মানুষের গণদুশমন।
তারা এদেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের রাজনীতি করার কোন অধিকার নাই।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আমরা শেখ হাসিনা ও তার দলের দোষদের যেখানেই পাবো প্রতিহত করব প্রতিরোধ করব। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন আমাদেরকে জানান প্রশাসনকে বলুন।
তাদেরকে ধরে প্রশাসনের কাছে দেন কারণ তাদের ঠিকানা হল জেলখানা তাদেরকে মারবেন না। তারা হল এদেশের মানুষের গণশত্রু। তারা জনগণের গণদুশমন। কারণ তারা হল এদেশের গণতন্ত্রের দুশমন তারা দেশের গণতন্ত্রকে আবারো হত্যা করতে চায়।
তারা এই অন্তবর্তী সরকারকে অস্থিশীল করতে চায়। কারণ তারা এই বাংলাদেশকে আবারো তাদের দুর্নীতি শর্করাজ্য করতে চায়। আপনারা যেখানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাবেন সেখানে প্রতিহত করবেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম সদস য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”
তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”
ঢাকা/অনিক/মাসুদ