সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় বাবা নিহত, ছেলে আহত
Published: 3rd, February 2025 GMT
সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী কাজী আনোয়ার হোসেন (৩৮) নিহত হয়েছেন। এসময় তার ছেলে কাজী আরাফ হোসেন আহত হয়।
রবিবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়েরর জামপুরের বস্তল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।
নিহত কাজী আনোয়ার হোসেন সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী মহিউদ্দিনের ছেলে। আটককৃত কার্ভাড ভ্যান চালক মো.
জানাগেছে, নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে গত রোববার কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ড-১১-১৫৯৭) রওনা হয়। পথে সন্ধ্যায় সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ হোসেন গুরুতর আহত হয়।
পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে কাজী আনোয়ার হোসেন মারা যান। আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ইন্সফেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে কার্ভাড ভ্যানসহ চালকে আটক করি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
১০ হাজারে চুক্তি, নদীতে নেমে প্রাণ গেল যুবকের
১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে আব্দুল মজিদ (৩৮) নামে এক মৎস্যজীবী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নিখোঁজ ওই মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা।
এর আগে, একইদিন দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চর-চিথুলিয়া গ্রামের রাউতারা স্লুইচ গেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
আরো পড়ুন:
ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি গোপালগঞ্জের ৩ যুবকের
মারা যাওয়া আব্দুল মজিদ পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম বলেন, “দুইদিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা রাউতারা স্লুইচ গেট এলাকায় বড়াল নদীতে ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ৫০ হাজার টাকা দাবি করেন নৌকাটির মালিকের কাছে। এতে নৌকার মালিক রাজি না হলে আব্দুল মজিদ ১০ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য আজ দুপুরে নদীতে নামেন। নদীতে প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দুইটি রশি ডুবে যাওয়া নৌকায় বাঁধেন তিনি।”
তিনি আরো বলেন, “নদীতে তৃতীয় ডুব দেওয়ার পর তিনি আর উঠে আসেননি। দীর্ঘ সময় আব্দুল মজিদ উঠে না আসায় নদীর ওপরে থাকা লোকজন তাকে খুঁজতে শুরু করেন। ব্যর্থ হয়ে তারা বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেন। বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের একটি টিম স্পিডবোড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হুকের সাহায্যে আব্দুল মজিদকে খুঁজতে শুরু করে। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন তারা।”
বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহদত হোসেন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আব্দুল মজিদকে পাইনি। এ কারণে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।”
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, “রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে। নৌ পুলিশ ঘটনাস্থলে আসছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
ঢাকা/অদিত্য/মাসুদ