সিদ্ধিরগঞ্জে ডিএনডির লেকের পাড়  সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় গড়ে তোলার অভিযোগ অভিযোগ উঠছে নাসিক ১নং ওয়ার্ড এলাকার নাইম ওরফে জিতু নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।

এঘটনায় এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের পুলস্থ বাজার সংলগ্ন ডিএনডি লেকের পাড় সরকারি জায়গা দলখ করে বিএনপির অফিস করার জন্য ট্রাক দিয়ে বালু, সিমেন্টের পিলার দিয়ে অফিস করার জন্য কাজ শুরু করেন জিতু।

এসময় জুয়েল রানা নামে অপর এক যুবদল নেতা এসে বিএনপির অফিস সরকারি জায়গায় না তোলার জন্য বাধা দেয়। তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটি হলে ব্যপক উত্তেজনা দেখা দেয়।

যুবদল নেতা জুয়েল রানা বলেন সরকারি জায়গা দখল করে বিএনপির কোন অফিস করা যাবেনা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। একপর্যায়ে জিতু, জুয়েল রানার সাথে অশুভ আচরন করে। এঘটনায় জিতুকে নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা নিন্দানীয় মন্তব্য করেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায় জিতু বিএনপির যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন অপরাধ অপকর্মে করে বেড়াচ্ছে।  আর এমন একটি জায়গায় বিএনপির অফিস করার উদ্দেশ্যটা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হবে বলে এলাকার অনেকে মন্তব্য করেন। 

সরজমিনে গিয়ে দেখা যায়, অফিস কার্যক্রমের জন্য বালু দিয়ে বরাট করে সিমেন্টের পিলার দিয়ে কাজ শুরু করেন জিতু। স্থানীয়রা জানান, যে ব্যাক্তি এখানে বিএনপির অফিস করার জন্য কাজ করছে সে ব্যাক্তি বিএনপির কোন নেতা বা কর্মী হতে পারেনা। সে স্বৈরাচারী আওয়ামী দোসড়াদের ইন্দোনেই এমন কাজ করতে পারে। দলের মান ক্ষুন্ন করার জন্য।

এবিষয় জানতে নাইম ওরফে জিতুর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায় নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ য বদল ন ত সরক র

এছাড়াও পড়ুন:

সৌরবিদ্যুতের ব্যবসায় বিনিয়োগ করছে প্রাণ-আরএফএল

সৌরবিদ্যুতের ব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। মৌলভীবাজার জেলার গোবিন্দপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের সমন্বিত কৃষি খামারে সৌর প্যানেল থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে শিল্পগ্রুপটি।

বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানায়, প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিদ্যুৎ কিনবে বিশ্বের খ্যাতনামা পোশাক বিপণনকারী সুইডিশ ব্র্যান্ড এইচঅ্যান্ডএমকে পোশাক সরবরাহকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। 

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপ, এইচঅ্যান্ডএম ও আইএফসির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএমের হেড অব সাসটেইবেবিলিটি ফর প্রোডাকশন ইউসেফ এল নাটুর, আইএফসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক বিক্রম কুমার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ বিষয়ে আহসান খান চৌধুরী বলেন, একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপ নিজস্ব যে টেকসই লক্ষ্য নির্ধারণ করেছে তার প্রতিশ্রুতি হিসেবে আমাদের এ খাতে বিনিয়োগ। এছাড়া সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা পাশে থাকতে চাই। বর্তমানে সারাবিশ্ব টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে। আমরাও এ খাতে ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছি। 

তিনি বলেন, মৌলভীবাজারের গোবিন্দপুরে প্রায় ১০০০ বিঘা জমির ওপর আমাদের সমন্বিত কৃষি খামার রয়েছে, যেখানে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে সরকারকে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় ও সরবরাহের জন্য নীতি সহায়তা দিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ