প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ। দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় বিভাগটির সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হবে বলে জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর উদযাপন কমিটির সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো.

মনোয়ার হোসেন খান।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ তার গৌরবময় ৭৫ বছর পূর্ণ করেছে। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের দুটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে। পরে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”

তিনি আরো বলেন, “এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও কোষাধ্যক্ষ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এতে অংশগ্রহণ করবেন।

মনোয়ার হোসেন খান বলেন, “অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকরীরা নিবন্ধন করতে চাইলে ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।”

তিনি বলেন, “এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।”

এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “এ উপমহাদেশে ভূগোলের চর্চা মূলত ১০০ বছরের। এ আয়োজন শুধু ৭৫ বছর পূর্তি আয়োজন নয়, ১০০ বছর পূর্তির আয়োজনও বটে।”

সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির সদস্যরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বছর প র পর ব শ

এছাড়াও পড়ুন:

৫৩ বছর উপলক্ষে আরণ্যকের মাসব্যাপী উৎসব

১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক। প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে নানা আয়োজন রেখেছে নাট্যদলটি। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী উৎসব হবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি এবং সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

শনিবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দলটির প্রথম প্রযোজনা ‘কবর’ নাটকের মঞ্চায়ন হয়।

৭ ফেব্রুয়ারি শিল্পকলায় রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি শিল্পকলার কফি হাউস চত্বরে হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় থাকছে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা থাকবে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘কম্পানি’।

এছাড়া ২০ ফেব্রুয়ারি একই স্থানে সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’। ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শেষ হবে আরণ্যকের উৎসব। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘কহে ফেসবুক’।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪০ খিত্তায় ২২ জেলার মুসল্লিদের সময় কাটছে ধর্মীয় বয়ান শুনে
  • বাদ্য-নৃত্য-মন্ত্রে দেবী সরস্বতীর আরাধনায় শিক্ষার্থীরা
  • সকল ধর্মে প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
  • সরস্বতী পূজা আমাদের সমাজেও বসন্তের আগমনী বার্তা নিয়ে আসুক: গণশিক্ষা উপদেষ্টা
  • সরস্বতী পূজা আজ
  • আনন্দ আয়োজন
  • সুন্দরবন দিবস পালনে খুলনাসহ ৫ জেলায় প্রস্তুতি
  • শহীদ নজিরের কবর জিয়ারত বিপ্লবী ছাত্র পরিষদের
  • ৫৩ বছর উপলক্ষে আরণ্যকের মাসব্যাপী উৎসব