শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়র আহত হয়েছেন আরো চারজন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ নকলা এলাকায় তাদের মারধর করেন এলাকাবাসী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান। গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো.

আমিনুল ইসলাম।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আ.লীগের লিফলেট বিতরণের চেষ্টা, আটক ১

গণপিটুনি দিয়ে ৫ অপহরণকারীকে পুলিশে সোপর্দ

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন (৪৫) ও একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০)। 

আহতরা হলেন- গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে নকলা পৌর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে সন্দেহ করেন স্থানীয়রা। পরে তাদের চিৎকারে লোক জড়ো হয়। এসময় ওই ছয়জনকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে নকলা থানার পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই একজনের মৃত্যু হয়। 

অবস্থা গুরুতর হওয়ায় বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। তার নাম আমির হোসেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, ‍“নিহত মুসলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের রাতে ময়মনসিংহ পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। ওই ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‍“তারা (গণপিটুনির শিকার) চোর কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আহত গণপ ট ন এল ক র

এছাড়াও পড়ুন:

আমি একজন ব্লাডি স্টার: শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। গতকাল নেটফ্লিক্স আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে পুত্রের অভিষেক প্রজেক্ট নিয়ে কথা বলেন শাহরুখ। আরিয়ান পরিচালিত এই সিরিজে অভিনয়ও করেছেন এই বলিউড কিং।

স্ত্রী গৌরি খান, কন্যা সুহানা খান ও পুত্র আরিয়ানের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। সন্তানদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “আমার প্রার্থনা, বিগত সময়ে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ৫০ শতাংশ যেন তারা (ছেলে-মেয়ে) পায়। এটাও অনেক পাওয়া হবে।”

আরিয়ানের ওয়েব সিরিজটি প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি সিরিজটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শাহরুখ। প্রযোজক হিসেবে কর্মযজ্ঞ বর্ণনা করতে গিয়ে নিজেকে ‘ব্লাডি স্টার’ বলে মন্তব্য করেন এই নায়ক।  

আরো পড়ুন:

বলিউডের ‘লাস্ট সুপারস্টার’ তারা!

‘কিং’ রূপে ফের ফিরছেন শাহরুখ

শাহরুখ খান বলেন, “সবকিছু উনারাই সামলে নেন, আমি শুধু নামে প্রযোজক। আমি আসলে একজন ব্লাডি স্টার, আসল কাজটা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আর প্রোডাকশন টিমের।”

জানা যায়, ৬ পর্বের এই ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলকে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেন। চলতি বছরের শেষে নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • যুবকের সৎ কাজ এবং পাথর সরে যাওয়া
  • কুমুদিনী হাজং একজন বিজয়ী আন্দোলনকারী
  • কুমুদিনী একটি প্রতীক, যার মধ্য দিয়ে হাজং বিদ্রোহ
  • কুমুদিনী একটি প্রতীক, যার মাধ্যমে হাজং বিদ্রোহ শুরু
  • সিদ্ধিরগঞ্জে সোনারগাঁয়ের আওয়ামীলীগ নেতা ইব্রাহিম গ্রেপ্তার
  • বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে চিঠি
  • হবিগঞ্জে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
  • আমি একজন ব্লাডি স্টার: শাহরুখ
  • অভিযানেও থামছে না যমুনার বালু লুট