Risingbd:
2025-03-10@05:00:15 GMT

সাধারণ ভাবনায় অসাধারণ নাসুম

Published: 3rd, February 2025 GMT

সাধারণ ভাবনায় অসাধারণ নাসুম

নাসুম আহমেদ তাহলে পুরো রংপুর রাইডার্সের সাথেই খেলল! যে ভাবনাতে রংপুর আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিঞ্চকে উড়িয়ে এনে চমক দেখাতে চেয়েছিল, নাসুম সেই ভাবনার কাছাকাছিতেও নেই। হুট করেই বিদেশিরা এসে অকল্পনীয় কিছু করবেন তেমনটা বিশ্বাস করেন না খুলনা টাইগার্সের এই স্পিনার। তার ভাবনাটা বেশ সরল, ‘‘বিদেশিরা তো আমাদের সহযোগিতা করার জন্য। খেলতে হবে স্থানীয়দের।’’

মিরপুরে সেই কাজটাই করে দেখিয়েছেন নাসুম, মিরাজরা। দুই স্পিনার ৩টি করে উইকেট নিয়ে শুরুতেই রংপুরকে ধসিয়ে দিয়েছেন। তাতে ভিঞ্চ, রাসেল, ডেভিডদের নিয়েও রংপুর গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। একপেশে এলিমিনেটর ম্যাচ ৯ উইকেটে জিতে ফাইনালের পথে আরেকটু এগিয়ে গেল মিরাজের দল।

৪ ওভারে ১ মেডেনে ১৬ রানে ৩ উইকেট নিয়ে নাসুম এই জয়ের নায়ক। সংবাদ সম্মেলন কক্ষে নিজের আসনে বসতেই অতি সাধারণ নাসুমের কথা, ‘‘রিমান্ডে এসেছি।’’ গণমাধ্যম সামলনো তার কাছে ‘‘রিমান্ড’’ মনে হলেও রাসেল, ডেভিডদের বল করার কাজটা বেশ আত্মবিশ্বাস নিয়েই করেছেন, ‘‘এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে (হাসি)। যে তিন জন বিদেশি খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে পরিকল্পনাও করতে পারিনি।’’

আরো পড়ুন:

ধাক্কা সামলে শামীম ঝড়ে চ্যালেঞ্জ ছুঁড়ল চিটাগং

২৪ ঘণ্টায় দুবাই-ঢাকায় রাসেলের দুই ম্যাচ, আশরাফুল বললেন, ‘আদর্শ নয়’

তবে উইকেট ৮৫ রানে অলআউট হয়ে যাওয়ার মতোও ছিল না বলে মত নাসুমের, ‘‘১৮০ রানের উইকেট ছিল। আমার কাছে মনে হয় প্রথম রান আউটে (সৌম্য সরকার) তারা একটু ব্যাকফুটে চলে গেছে।’’

প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে খুলনা। প্রতিপক্ষ হিসেবে তারা চাইছে কাকে? নাসুমের সহজ কথা, ‘‘যেই আসুক টি-টোয়েন্টিতে সবাই সমান।’’ নিজেদের দলের শক্তি যে তাদের একতা সেটা বলতে ভুল করলেন না নাসুম, ‘‘আমাদের বেঞ্চের সবাই বেশ সামর্থ্যবান। কম্বিনেশনের জন্য খেলতে পারছে না। টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি।’’

নতুন বলে নাসুম শুরুতে ২ ওভার করেন। তার করা প্রথম ওভারটিই ছিল মেডেন। সঙ্গে নেন ভিঞ্চের উইকেট। পরের ওভারে ফিরে আউট করেন সাইফ হাসানকে। নবম ওভারে নিজের শেষ ওভার করতে এসে পেয়ে যান টিম ডেভিডের উইকেট। শুরুতে টানা বোলিংয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাসুম বলেছেন, ‘‘টানা বোলিং করানোর একটাই কারণ তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। সেখানে আমার বল কার্যকরী ছিল। তাই মিরাজ টানা করিয়ে গিয়েছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

প্রিন্সেস ডায়ানা সম্পর্কে সাবেক প্রেমিক এমন কিছু তথ্য ফাঁস করলেন, যা বিশ্ব আগে জানত না

প্রিন্সেস ডায়ানা ও জেমস হিউইটের মধ্যে সম্পর্কটা ছিল ১৯৮৬–১৯৯১ সাল পর্যন্ত। হিউইটের কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতেন ডায়ানা। সেই থেকে প্রেম। ১৯৯৫ সালে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে হিউইটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন ডায়ানা; বা বলা যায় স্বীকার করতে বাধ্য হন। আর এই সম্পর্কের বিস্তারিত উঠে আসে ১৯৯৪ সালে প্রকাশিত ব্রিটিশ লেখক আনা পাস্তারনাকের ‘প্রিন্সেস ইন লাভ’ বইয়ে। তাতে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন ডায়ানা। বইটির ওপর ভিত্তি করে সিনেমা ও সিরিজও তৈরি হয়েছে। যাহোক, সে সময় এমন গুজবও রটেছিল যে প্রিন্স হ্যারির বাবা নাকি এই জেমস হিউইট! যা পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণিতও হয়েছে।

সাক্ষাৎকারে হিউইটের বক্তব্য

সম্প্রতি জেমস হিউইট ‘গুড মর্নিং ব্রিটেন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানা সম্পর্কে এমন কিছু তথ্য ফাঁস করেছেন, যা বিশ্ব আগে জানত না। ৬৬ বছর বয়সী হিউইট জানান, ডায়ানা তাঁর দুই সন্তানের (প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি) সম্পর্কের অবনতি হলে কী হবে, সে বিষয়ে দুশ্চিন্তা করতেন (যা সময়ের সঙ্গে সত্যি হয়েছে)। জেমস হিউইট বলেন, ‘যেকোনো মায়ের বেলায় সন্তানদের সম্পর্কে চিড় ধরা নিয়ে দুশ্চিন্তা করা স্বাভাবিক। তিনি (ডায়না) সব সময় দুই সন্তানের সম্পর্ক কীভাবে ভালো, বন্ধুত্বপূর্ণ রাখা যায়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন।’

আরও পড়ুনসুখী দাম্পত্য সম্পর্কে থেকেও কেন মানুষ প্রেমে পড়ে?১৯ সেপ্টেম্বর ২০২৪ যেভাবে জীবন বদলে গিয়েছিল

জেমস হিউইট এখন ইউক্রেনে যুদ্ধাহতদের পুনর্বাসনে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, তিনি সর্বশেষ প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কথা বলেছিলেন ১৯৯৫ সালে বিবিসির প্যানোরামার ওই সাক্ষাৎকারের পর। সে সময় ব্রিটিশ সাংবাদিক মার্টিন বশিরের প্রশ্নের উত্তরে প্রিন্সেস ডায়ানা তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নিলে হিউইটের ব্যক্তি ও পেশাজীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জেমস তখনো ডায়ানার সঙ্গে সম্পর্ক থেকে ‘মুভ অন’ করার জন্য ভেতরে ভেতরে সংগ্রাম করছিলেন।

বাঁয়ে তারুণ্যে জেমস হিউইট, ডানের ছবিটি কয়েক বছর আগের

সম্পর্কিত নিবন্ধ