নাটোরে বিএনপির ৩ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ
Published: 3rd, February 2025 GMT
নাটোর জেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘অসঙ্গতিপূর্ণ’ দাবি করে তিন জনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির এক একাংশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের হাফরাস্তা নেসকো অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।
আরো পড়ুন:
বৈষম্যবিরোধী কমিটিতে ‘প্রকৃত বিপ্লবীরা’ স্থান না পাওয়ায় বিক্ষোভ
কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত যুবদল নেতাদের বিক্ষোভ
শহিদুল ইসলাম বলেন, ‘‘পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমাদের বিরোধিতা নেই। নতুন আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ও দুই জন সদস্য ১৭ বছরে বিএনপির কর্মসূচিতে ছিলেন না। তাদের বাদ দিতে হবে।’’
শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা/আরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।