সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি: আনন্দ মিছিল ও সমাবেশ
Published: 3rd, February 2025 GMT
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান মুকুল, জেলা তাঁতি দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি
কানাইপুরে আ.
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বাতিল করে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আরো পড়ুন: সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি
রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক আখতারুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
ঢাকা/শাহীন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন কম ট
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বাতিল করে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম-আহ্বায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক আখতারুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
আরো পড়ুন:
কানাইপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৩০ বাড়ি ভাঙচুর
টাঙ্গাইলে জুয়ার আসর, বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ, কমিটি গঠন ও সম্মেলনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আ্হাবয়ক তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, আয়নুল ইসলাম নান্টা প্রমুখ।
এদিকে, রবিবার রাতে সাতক্ষীরা জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক পেজে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেছেন, ‘‘আমি আশাবাদী, নতুন নেতৃত্ব সাতক্ষীরা জেলায় দলকে সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে বিকশিত করতে সক্ষম হবে।’’
তিনি আরো উল্লেখ করেছেন, ‘‘আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার অনুসৃত আদর্শ হৃদয়ে ধারণ করে নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে সকলেই সৃষ্টিশীল চেতনায় ধাবিত হবেন, এই বিশ্বাসে আমি বিন্দুমাত্র বিধান্বিত নই।’’
গত ১৬ জানুয়ারি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে চারটি সাংগঠনিক টিম গঠন করা হয়। একই সঙ্গে সব সম্মেলন শেষে ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে সাংগঠনিক টিম।
ঢাকা/শাহীন/বকুল