ভারতের হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছি রেল স্টেশনে এক নাবালকসহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার বিকেলে সাঁতরাগাছি রেলস্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোহাম্মদ আলম (২৩), রিয়াসুল ইসলাম (২০), বেগম দিলবার (৩৪) ও এক নাবালক।

আরো পড়ুন:

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২ বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার

মাগুরায় ২ রোহঙ্গিা গ্রেপ্তার, পেটে মিলল ইয়াবা

পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে দীর্ঘদিন আগে তারা বাংলাদেশে এসেছিল। সেখানেই একটি রিফিউজি ক্যাম্পে ছিল তারা। এরপর গত বছরের শেষের দিকে বৈধ নথিপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেই হায়দ্রাবাদে চলে যায় তারা। সেখানেই পরিযায়ী শ্রমিকের কাজ করতো সকলে। কিন্তু হায়দ্রাবাদে কিছু সমস্যা হওয়ায় তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।

রবিবার হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে নামে ওই ৪ জন। ভিড়ের মাঝে ৪ জনকে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র না মেলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। আটক ব্যক্তিদের সোমবার হাওড়া জেলা আদালতে তোলা হয়।

ঢাকা/সুচরিতা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের সব মসজিদে জুমার নামাজ দুপুর দেড়টায় আদায়ের আহ্বান 

পথচারী‌ মুস‌ল্লি‌দের সুবিধার্থে দে‌শের সব মস‌জি‌দে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান জা‌নি‌য়ে‌ছে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন। এজন্য সব মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষ‌রিত এক জরু‌রি বার্তায় এই আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন কর। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমার পারস্পরিক দেখা সাক্ষাত ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো, এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোথাও ১.৩০টায়, আবার কোনো মসজিদে দুপুর ১.৫০টায় জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। 

এ সমস্যা দূরীকরণে সারা দেশে সব মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময় দুপুর ১.৩০টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ