দিনাজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 3rd, February 2025 GMT
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ভাঙচুর মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওদুদ।
আরো পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা: আ.
ঝিকরগাছায় মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪
ওসি আব্দুল ওদুদ জানান, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে লায়লা বানুকে বিমান বন্দর থানা পুলিশ ও চিরিরবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করে। তার নামে চিরিরবন্দর থানায় ভাঙচুরের মামলা রয়েছে।
আজ লায়লা বানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/মোসলেম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াতে নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ৭ ফেব্রয়ারি নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে আগমনে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের মাঠ পরিদর্শন।
এসময় নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আবদুুল জাব্বার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।
জনসভা সফল করার লক্ষ্যে মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।