দিনাজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
Published: 3rd, February 2025 GMT
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ভাঙচুর মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওদুদ।
আরো পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা: আ.
ঝিকরগাছায় মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪
ওসি আব্দুল ওদুদ জানান, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে লায়লা বানুকে বিমান বন্দর থানা পুলিশ ও চিরিরবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করে। তার নামে চিরিরবন্দর থানায় ভাঙচুরের মামলা রয়েছে।
আজ লায়লা বানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/মোসলেম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী গণঅ্যান্দোলনের প্রধান বিষয় ছিল ভোটের অধিকারসহ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। গণঅভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলতে হয় সেটা বিব্রতকর। গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে সুষ্পষ্ট অঙ্গীকার রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়। বুধবার বগুড়া শহরের দত্তপাড়া মিলনায়তনে পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা রাজনৈতিক দল ও জনগণকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সাইফুল হক বলেন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এক ধরনের অনাকাঙ্খিত দূরত্বও তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়, সে কারণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখারও অবকাশ নেই।
সভায় বক্তারা হঠাৎ সয়াবিন তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির সমালোচনা করে বলেন, এটি সাধারণ মানুষের ওপর নতুন অত্যাচারের সামিল। অবিলম্বে তারা মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।
আবদুর রউফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, পার্টির টাঙ্গাইল জেলার নেতা মাহমুদুল হাসান পিপলু, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নীলফামারী জেলার নেতা অ্যাডভোকেট মোজাফফর হোসেন, মোশাররফ হোসেন নান্নু, পার্টির বগুড়ার সংগঠক সাইফুল ইসলাম, মনি সরকার প্রমুখ।