ফাইনালের লড়াইয়ে দুর্দান্ত শামীম, লড়াইয়ের পুঁজি চট্টগ্রামের
Published: 3rd, February 2025 GMT
শুরুতে ব্যাটিং বিপর্যয়, সেখান থেকে ধস। এরপর বড় হার। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটরে এমনই ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারেও একপেশে ম্যাচের আভাস মিলেছিল। ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল চট্টগ্রাম কিংস। কিন্তু একজন শামীম পাটোয়ারির দুর্দান্ত ইনিংসে ৯ উইকেটে ১৪৯ রান করতে পেরেছে চট্টগ্রাম। লড়াই করার পুঁজি পেয়েছে দলটি।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৪ রানে প্রথম, ১৪ রানে দ্বিতীয়, ২৪ রানে তৃতীয় ও ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার খাজা নাফি (৪), তিনে নামা গ্রাহাম ক্লার্ক (৬), চারে নামা মোহাম্মদ মিঠুন (১) ও মিডলের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী (৭)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
সমতা লেদার ও ইউসিবি পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি উন্নিত
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে।
একইসঙ্গে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ০.৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছে। সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এদিকে, গত ৭ আগস্ট, ২০২৪ থেকে পরবর্তী বছরের ৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন বন্ডহোল্ডারদের বিতরণ সম্পন্ন করেছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল (১০ মার্চ) থেকে প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।
ঢাকা/এনটি/ইভা