মস্কোতে একটি বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর রাশিয়াপন্থি প্যারামিলিটারি বাহিনীর নেতা হাসপাতালে মারা গেছেন। নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। 

সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।

বিস্ফোরণের পর আর্মেন সারগসিয়ানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সারগসিয়ানের একজন দেহরক্ষীও আছেন।

২০২৩ সালের ডিসেম্বরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ সারগসিয়ানকে ‘অপরাধী চক্রের নেতা’ হিসেবে অভিহিত করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য বন্দীদের নিয়োগ করছিলেন।

সূত্র: বিবিসি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভোরের আলোয় বাটলারের বিকল্প দল

ভোরের আলো তখনো ফোটেনি। বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফটকটা পুরোই খোলা। সেটির পথ ধরে একটু ভেতরে এগোতেই স্টেডিয়াম চত্বর অচেনা লাগে।

দিনের তুমুল ব্যস্ত এলাকায় সুনসান নীরবতা। দোকানপাট সব বন্ধ। ছিন্নমূল মানুষেরা ঘুমিয়ে এখানে-সেখানে। বাতি জ্বলছে কোথাও কোথাও। পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নেমে পড়েছেন। নতুন একটা দিন শুরুর আগমনী বার্তা পাওয়া যাচ্ছে।

ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়ামে চলে আসেন নারী ফুটবলাররা

সম্পর্কিত নিবন্ধ