রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগোচ্ছে: ট্রাম্প
Published: 3rd, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ-সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনা নির্ধারিত রয়েছে, যার মধ্যে ইউক্রেন ও রাশিয়াও রয়েছে। আমি মনে করি, এসব আলোচনা আসলে বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।
এদিকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তা বাবদ যে অর্থ প্রদান করেছে ওয়াশিংটন তা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সহায়তা বাবদ ২০ হাজার ডলার প্রদান বিষয়ে যে অভিযোগ ট্রাম্প করেছেন, তা সঠিক নয়। রয়টার্স।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শনিবার জাতিসংঘ মহাসচিবের যেসব কর্মসূচি
চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের তৃতীয় দিন আজ শনিবার (১৫ মার্চ) ব্যস্ত সময় কাটাবেন তিনি।
আজ সকাল ৯টায় তিনি রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করবেন। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন।
শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
তিনি জানান, জাতিসংঘ মহাসচিব শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।
দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।
বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
আগামীকাল রবিবার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে, জাতিসংঘ মহাসচিব তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) চার দিনের সফরে ঢাকায় আসেন।
ঢাকা/হাসান/ইভা