যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ-সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। 

রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনা নির্ধারিত রয়েছে, যার মধ্যে ইউক্রেন ও রাশিয়াও রয়েছে। আমি মনে করি, এসব আলোচনা আসলে বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। 

এদিকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তা বাবদ যে অর্থ প্রদান করেছে ওয়াশিংটন তা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সহায়তা বাবদ ২০ হাজার ডলার প্রদান বিষয়ে যে অভিযোগ ট্রাম্প করেছেন, তা সঠিক নয়। রয়টার্স।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশনে অদূরে ঘটনাটি ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকায়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

রাজবাড়ীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, সেনা সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে ঝরল নারীর প্রাণ

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে স্টেশনের দিকে দৌঁড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় পা পিছলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জহুরুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির মরদেজ উদ্ধার করা করেছে পুলিশ। 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ