ধর্মীয় ও ব্যক্তিগত অধিকার অক্ষুন্ন রেখে পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলা পর্দানশীল নারী সমাজ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচী পালন করেন অর্ধ শতাধিক পর্দানশীল নারী।

মানববন্ধন ও সমাবেশ শেষে অধিকার প্রতিষ্ঠার ৩ দফা দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। 

পর্দানশীল নারী সমাজের পক্ষে জেলা সদরের ফতুল্লা থানার সিয়াচর তক্কার মাঠ এলাকার মিসেস আব্দুল লতিফ, আহম্মেদ মুক্তা, রিতা আক্তার, মুহম্মদ ফজলুল করিম এই স্মারকলিপি প্রদান করেন।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ধর্মীয় বিধিবিধান মেনে চলতে পর্দা করা ও ছবি তুলতে অসম্মতির কারণে পর্দানশীল নারীরা গত ১৬ বছর ধরে জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না।  

ফলে ব্যাংক লেনদেন, নমিনি, পেনশন, সরকারী ত্রান সহায়তা ও জমি-ক্রয়-বিক্রয় সহ সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি ভোটের অধিকার প্রয়োগ থেকেও ১৬ বছর ধরে বঞ্চিত হয়ে আসছেন তারা। 

পর্দানশীল নারীদের অভিযোগ, শিক্ষিত হয়েও তাদের মানবাধিকার হরণ সহ সমাজে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই পর্দানশীল নারীরা যারা ছবি তুলতে রাজি নন তাদের আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান করে রাষ্ট্রীয় নিবন্ধনভুক্ত করার দাবি জানান বক্তারা। 

এসময় পর্দানশীল নারী সমাজ তাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন । 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)

ফতুল্লার নিরব রায়হানকে আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জের মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘নারায়ণগঞ্জ জেলা’ এর ১৯২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।   

মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আগামী আরিফ সোহেল ছয় মাসের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। 

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ আকাশ (রূপগঞ্জ), যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ (সদর), মো: পিয়াল (আড়াইহাজার), এমাদ উদ্দিন (মাদানীনগর মাদরাসা), শাকিল সাইফুল্লাহ (সোনারগাঁ), আমিনুল ইসলাম (সদর), মেহরাব হোসেন প্রভাত (সিদ্ধিরগঞ্জ), 

 সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: রিফাত হোসেন অন্তু (বন্দর), যুগ্ম সদস্য সচিব  নাজমুল ইসলাম (ফতুল্লা) মো: অনিক (সোনারগাঁ), আব্দুল মমিন সরকার তন্ময় (সিদ্ধিরগঞ্জ), নাফিসা আক্তার (সদর), ইফতেখার ভূঁইয়া রিদ্বীন  (রূপগঞ্জ), মাকসুদা আক্তার শ্রাবন্তী (রূপগঞ্জ), শরৎ সাহা (সদর), ইমন আহম্মেদ (সিদ্ধিরগঞ্জ), নাজমুল শাহাদাত মুন্না (রূপগঞ্জ), ফারদিন ইসলাম রোহান (বন্দর), মোখলেছুর রহমান স্বজন (সোনারগাঁ), ফাহিম আদনান (রূপগঞ্জ), মারুফুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ), মেহেদী হাসান অন্তর (ফতুল্লা) রয়েছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সব সময় তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

১৯২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা :

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ধাওয়া খেয়ে ৫টি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালালো ডাকাতদল
  • সংঘর্ষের তিন দিন পরও কমেনি উত্তেজনা
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)
  • কারাফটকে বিক্ষোভের পর মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ
  • ইবির নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান দাবি
  • ইবি প্রক্টরের ওপর হামলার অভিযোগে মানববন্ধন
  • শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবিতে মানববন্ধন
  • ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার না হলে সরবরাহ বন্ধ
  • যুবদল নেতা তৌহিদ হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন