উবার চালক ছদ্মবেশে ইতালিয়ান নাগরিককে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২
Published: 3rd, February 2025 GMT
উবার চালক ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ছিনতাই করতো চক্রের সদস্যরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থেকে ইতালিয়ান এক নাগরিকের পাসপোর্ট, মোবাইল, নগদ অর্থসহ সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।
এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর এ তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—খোরশেদ আলম ও শাহিন মিয়া। ছিনতাইয়ের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তুরাগ এলাকা থেকে ভুক্তভোগীর মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
সোমবার ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরাগ থানা সূত্রে জানা যায়, রোববার ভোরে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা-পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশনের পাশে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া তুরাগ থানায় একটি মামলা করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা উবার মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন বলে স্বীকার করেছে।
ঢাকার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামম্মদ রাহাত খান বলেন, সোমবার তাদের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন পরিচালক তপন চৌধুরী পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
সোমবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিদ্যমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনেছেন।
এর আগে গত ৪ মার্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক তপন চৌধুরী ১৫ লাখ শেয়ার ক্রয় করার ঘোষণা দেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানান।
ঢাকা/এনটি/ইভা