বাকি পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করল রাজশাহী
Published: 3rd, February 2025 GMT
বিসিবির নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর সময় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা। ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন ও টুর্নামেন্ট শেষে শোধ করার কথা বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক। অথচ নিজেদের টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহী মাত্র ২৫ শতাংশ পারিশ্রমিক শোধ করেছিল।
যে কারণে সোমবার দুর্বার রাজশাহীর স্বত্তাধিকারী শফিকুর রহমানকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে নিজের ভুলের কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে ২৫ শতাংশ করে বাকি পারিশ্রমিক শোধ করবেন এমন আশ্বাস দিয়েছেন।
কথা মতো, আজ (৩ ফেব্রুয়ারি) খেলোয়াড়দের বাকি থাকা পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করেছে দুর্বার রাজশাহী। সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এই তথ্য।
এবারের বিপিএলকে সবচেয়ে বিতর্কিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের শুরুতে কোন পারিশ্রমিক দেয়নি তারা। টুর্নামেন্টের মাঝপথে ২৫ শতাংশ পারিশ্রমিক দিলেও চেক বাউন্স করেছিল। এরপর ক্যাশে শোধ করা হয় ২৫ শতাংশ পারিশ্রমিক। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষাংশে আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেয়। তবে বাউন্স করে তাও।
পারিশ্রমিক না পেয়ে কয়েকজন বিদেশি ক্রিকেটার হোটেল ছাড়তে পারছিলেন না। এছাড়া টুর্নামেন্টের মধ্যে হোটেল ভাড়া না দেওয়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা না দেওয়ার খবর বিতর্কের সৃষ্টি করে। টুর্নামেন্ট শেষে অভিযোগ পাওয়া গেছে, বাস ভাড়াও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে ক্রিকেটারদের কিট ব্যাগ রেখে দিয়েছেন বাস চালক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ২ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরার আবাদেরহাট এলাকা থেকে ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় মো. সোহেল উদ্দিন (৫৫) নামে এক ইজিবাইজ চালককে আটক করা হয়।
সোমবার (১০মার্চ) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বর্ণের চালান জব্দ ও আটকের তথ্য জানান।
আটক সোহেল উদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামের মো. হামেজ উদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
৩ বাংলাদেশিকে আটক করে বিএসএফ, বিজিবির চেষ্টায় ফেরত
নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা আবাদেরহাটে অবস্থান নেয়। এসময় বাজারের পাকা রাস্তা দিয়ে ইজিবাইক করে সীমান্তের দিকে যাওয়ার সময় সোহেল উদ্দিনকে আটক করেন তারা। পরে তল্লাশি চালিয়ে তার ইজিবাইকের সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২ টাকা। আটক সোহেল উদ্দিনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ