মেহেদী মিরাজ ও নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে ধসে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা ৮ জয় পাওয়া দলটি পরের পাঁচ ম্যাচে হেরেছে। মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম। 

এলিমিনেটর ম্যাচে রংপুর বিদেশি বড় বড় তারকা এনেও পাত্তা পায়নি। নাসুম আহমেদ তার ৩ উইকেটের মধ্যে ইংলিশ ওপেনার জেমস ভিন্সি ও অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে আউট করেন। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে নাসুম জানান, মিরপুরের উইকেটে বিদেশিদের বল করতে তার ভালো লাগে। 

নাসুম বলেন, ‘(পাওয়ার প্লেতে) টানা বোলিং করার কারণ হচ্ছে ওদের ডানহাতি ব্যাটার বেশি ছিল। ওই খানে আমার বোলিংটা ট্রিকি ছিল। এর আগের ম্যাচে (পাওয়ার প্লেতে কম বোলিং করা) প্লানই ওমন ছিল। এছাড়া ক্রিজে ডানহাতি-বাঁহাতি ব্যাটার ছিল। আমার মনে হয়, (আজ) ১৮০ রানের উইকেট ছিল। প্রথম ওভারে রান আউটে ওরা ব্যাক ফুটে চলে গেছে। আমি যখন বোলিং করছিলাম, ভালো লাগছিল। কারণ এই উইকেটে বিদেশিদের বোলিং করতে আমার ভালোই লাগে।’ 

রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিং নিয়ে বিপর্যয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাসুম জানান, তারাও টস জিতলে শুরুতে ব্যাটিং করতেন, ‘আসলে আমরাও শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলাম। ওদের ৩ জন বিদেশি আসছে জানতাম না। আসছে শুনেছিলাম। তাদের নিয়ে সেভাবে পরিকল্পনাও করতে পারিনি। তবে বললাম তো, এই উইকেটে বিদেশিদের বিপক্ষে বোলিং করতে আমার ভালোই লাগে।’ 

খুলনা টাইগার্স গ্রুপ পর্বের শেষ ভাগ থেকে নকআউটের মতো করে টুর্নামেন্ট খেলছে। শেষ চারে আসতে গ্রুপের শেষ দুই ম্যাচেই তাদের জিততে হতো। মিরাজরা সেটা করে দেখিয়েছেন। এরপর এলিমিনেটরে হার মানেই বিদায়। হারেননি মিরাজরা। দ্বিতীয় কোয়ালিফায়ারও জেতার চেষ্টা করবেন উল্লেখ করে নাসুম বলেন, ‘জয়ের বিশ্বাস নিয়েই আমরা গত ৩ ম্যাচ ভালো খেলেছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ন স ম আহম দ উইক ট

এছাড়াও পড়ুন:

আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল 

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  উপজেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে  রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলার গাউসিয়া এলাকার ঢাকা টু সিলেট মহা সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা রহমান,সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, আহ্বায়ক সদস্য তারিকুল ইসলাম শান্ত,সদস্য আরিফুল, রূপগঞ্জ উপজেলা  ছাত্রদল নেতা রাসেল ফকির, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা, ফারুক আশরাফুল, ফেরদৌস, সানি, কাউছার, নাইম, নাফিজ, সাইফুল, দিপু, সুজন, ভোলাব ইউনিয়ন ছাত্রদল নেতা আনাস, মিরাজ, ছাব্বির, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়সাল, নাছিম, রুবেল , ভূলতা ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান, দিপু,আল-আমিন, বাইজিদ,সোহান,আবু রজিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা, ইমরান, সাইফুল, অমিত, চনপাড়া  ইউনিয়ন ছাত্রদল নেতা হোসাইন ফরাজী,অমিত, রিফাত, হাসান প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ