মিরপুরে বিদেশিদের বল করতে ‘ভালোই লাগে’ নাসুমের
Published: 3rd, February 2025 GMT
মেহেদী মিরাজ ও নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে ধসে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা ৮ জয় পাওয়া দলটি পরের পাঁচ ম্যাচে হেরেছে। মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম।
এলিমিনেটর ম্যাচে রংপুর বিদেশি বড় বড় তারকা এনেও পাত্তা পায়নি। নাসুম আহমেদ তার ৩ উইকেটের মধ্যে ইংলিশ ওপেনার জেমস ভিন্সি ও অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে আউট করেন। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে নাসুম জানান, মিরপুরের উইকেটে বিদেশিদের বল করতে তার ভালো লাগে।
নাসুম বলেন, ‘(পাওয়ার প্লেতে) টানা বোলিং করার কারণ হচ্ছে ওদের ডানহাতি ব্যাটার বেশি ছিল। ওই খানে আমার বোলিংটা ট্রিকি ছিল। এর আগের ম্যাচে (পাওয়ার প্লেতে কম বোলিং করা) প্লানই ওমন ছিল। এছাড়া ক্রিজে ডানহাতি-বাঁহাতি ব্যাটার ছিল। আমার মনে হয়, (আজ) ১৮০ রানের উইকেট ছিল। প্রথম ওভারে রান আউটে ওরা ব্যাক ফুটে চলে গেছে। আমি যখন বোলিং করছিলাম, ভালো লাগছিল। কারণ এই উইকেটে বিদেশিদের বোলিং করতে আমার ভালোই লাগে।’
রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিং নিয়ে বিপর্যয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাসুম জানান, তারাও টস জিতলে শুরুতে ব্যাটিং করতেন, ‘আসলে আমরাও শুরুতে ব্যাটিং করতে চেয়েছিলাম। ওদের ৩ জন বিদেশি আসছে জানতাম না। আসছে শুনেছিলাম। তাদের নিয়ে সেভাবে পরিকল্পনাও করতে পারিনি। তবে বললাম তো, এই উইকেটে বিদেশিদের বিপক্ষে বোলিং করতে আমার ভালোই লাগে।’
খুলনা টাইগার্স গ্রুপ পর্বের শেষ ভাগ থেকে নকআউটের মতো করে টুর্নামেন্ট খেলছে। শেষ চারে আসতে গ্রুপের শেষ দুই ম্যাচেই তাদের জিততে হতো। মিরাজরা সেটা করে দেখিয়েছেন। এরপর এলিমিনেটরে হার মানেই বিদায়। হারেননি মিরাজরা। দ্বিতীয় কোয়ালিফায়ারও জেতার চেষ্টা করবেন উল্লেখ করে নাসুম বলেন, ‘জয়ের বিশ্বাস নিয়েই আমরা গত ৩ ম্যাচ ভালো খেলেছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ন স ম আহম দ উইক ট
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের জেরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা, ১০ শ্রমিক আটক
ছবি: প্রথম আলো