অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে সরস্বতী পূজা উপলক্ষে ‘জ্ঞানেশ্বরী আরাধনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটি ও সনাতনী শিক্ষার্থী পরিষদ এ সভার আয়োজন করে।

উপাচার্য বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আমি ছোটবেলায় লোহাগাড়ার যে গ্রামে বেড়ে উঠেছি, আমাদের বাড়ির উত্তর পাশে হিন্দু ও পূর্ব পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস ছিল। আমরা তাদের উৎসবে যেতাম, তারাও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসত। এ সম্প্রীতিই আমাদের শক্তি, আমাদের ঐতিহ্য।”

তিনি বলেন, “আমাদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে সত্য, সুন্দর, সম্প্রীতি ও জ্ঞানচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ আগামী গড়ে তুলব।”

নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড.

দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বিদ্যার দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে উপাসনালয়ে প্রতিমা স্থাপন, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান, গীতি ও নৃত্য আলেখ্য, ধর্মীয় কুইজ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি এ বছর বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা– আগামী বৃহস্পতিবার সে সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে এ কথা জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সভা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষে সিদ্ধান্তের কথা জানাবে ঢাবি কর্তৃপক্ষ। তবে নাম পরিবর্তন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে, তারাই এ বিষয় সিদ্ধান্ত জানাবে।

এর আগে গত ২৩ মার্চ মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরদিন তিনি বলেছিলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। আজ ফারুকী বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক শেষে আমি যে বক্তব্য দিয়েছিলাম, তা ‘মিস কোট’ করা হয়েছে।

তিনি বলেন, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকা এবং দেশজুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কী কী অনুষ্ঠান হচ্ছে, এ নিয়ে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে, এটি কখন কোথায় হবে। এবারের শোভাযাত্রায় বাঙালিসহ অন্যান্য ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে।

এদিকে পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ পালন হবে। ফলে সেই বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য যা করা প্রয়োজন, সেসব করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বড় উৎসবের আগে রঙিন পাহাড়
  • বরিশালে পুলিশের বাধায় রামায়ণ নাটক প্রদর্শন বন্ধ
  • ঢাকায় ৬ দিনের গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব
  • ভবিষ্যতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হবে না: রেল উপদেষ্টা
  • চৈত্রসংক্রান্তি ও বৈসাবি উপলক্ষে পাঁচ দিন ছুটির দাবি
  • মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার
  • তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
  • চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক
  • রাজধানীতে পাহাড়িদের ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু’  মেলা শুরু ৯ এপ্রিল থেকে
  • মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ