আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার দল ৩শ’ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কিছু আসনে প্রার্থীও ঠিক করে ফেলেছেন। দেশের নতুন রাজনৈতিক আবহের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

আজ সোমবার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে নিবন্ধন সনদ গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

উচ্চ আদালতের আদেশে রোববার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ফুলকপি প্রতীক দিয়ে নিবন্ধন দেয় ইসি। পরদিন সোমবার ইসি সচিবের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন নতুন দলের নেতারা। 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আইনজীবী আনোয়ারুল ইসলাম চান। তিনি দাবি করেন, সব দলই বলে দেশের অপ্রাপ্তি বা স্বাধীনতার চেতনা যা ছিল সে বিষয়গুলো এখানে প্রস্ফুটিত হয়নি। 

কোনো রাজনৈতিক দল সেভাবে মানুষের আশার প্রতিফল ঘটাতে পারেনি দাবি করে তিনি বলেন, ভারত ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দিনই স্বাধীনতার চেতনা ‘হারিয়ে গিয়েছিল’। তিনি বলেন, পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল, আর সেই বৈষম্যের কারণে জুলাই ২০২৪ সালে নতুন করে নবপ্রজন্ম ও দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে। দেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে। সেই স্পিরিটি নিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড ভ লপম ন ট প র ট

এছাড়াও পড়ুন:

ঘুষসহ গ্রেপ্তার নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর ৩ বছরের দণ্ড

ঘুষের পাঁচ লাখ টাকাসহ গ্রেপ্তার নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাস কারাভোগ করতে হবে।

দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাজার বিষয় নিশ্চিত করে বলেন, এদিন এ কে এম ফখরুল ইসলাম আদালতে হাজির ছিলেন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ১৮ জুলাই মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে নিজের কার্যালয়ে বসে একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে আটক করে দুদক। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলায় বলা হয়, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২২টি জাহাজের নকশা অনুমোদনের জন্য নৌপরিবহন অধিদপ্তরে আবেদন করে। কিন্তু জাহাজের আকারভেদে প্রতি নকশা অনুমোদনের জন্য বিভিন্ন সময়ে ৫ থেকে ১৬ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম। 

সর্বশেষ ২০১৭ সালের ১৩ এপ্রিল এমভি নওফেল লিহান জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন ফখরুল ইসলাম। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেঙ্গল মেরিন কর্তৃপক্ষ ওই বছর ১৮ জুলাই তাকে দাবিকৃত ঘুষ প্রদানে সম্মত হয়ে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে। 

বিষয়টি জানার পর দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে বিশেষ টিম সকাল থেকে ওই ভবনের চারদিকে অবস্থান নেয়। এরপর ওইদিন বেলা ২টার দিকে ওই প্রতিষ্ঠানের অথরাইজড পারসন এএনএম বদরুল আলমের কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার পর ওই টাকাসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

২০১৭ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ১৫ জুলাই ফখরুল ইসলামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ