খুশদীল চলে যাওয়ায় ধাক্কা খেয়েছে রংপুর: আশরাফুল
Published: 3rd, February 2025 GMT
লম্বা সময় পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন খুশদীল শাহ। পাকিস্তানের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবেন তিনি। আছেন ঘরের মাঠে অনুষ্ঠেয় পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। যে কারণে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) থেকে রংপুর রাইডার্সের সঙ্গে থাকা স্পিন অলরাউন্ডার খুশদীল বিপিএল শেষ না করেই দেশে ফিরে গেছেন।
তার চলে যাওয়া রংপুর রাইডার্সের জন্য বড় ধাক্কা হয়েছে এসেছে বলে মন্তব্য করেছেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, খুশদীলের জায়গা নিতে পারেননি কেউ। মিডল বা লোয়ার মিডলে ওই জায়গা পূরণ করতে টিম ডেভিডকে আনলেও তা কাজে দেয়নি।
টানা ৮ ম্যাচে জয়ের পর হারের পর্ব শুরু হয় রংপুরের। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ দিয়ে টানা ৫টিতে হেরেছে রংপুর। আসর থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসে আশরাফুল বলেন, ‘খুশদীল শাহ চলে যাওয়াতে বড় একটা সেটব্যাক হয়েছে। গ্লোবাল টি-২-০তে কঠিন উইকেটে তিনি ফিফটি করেছিলেন (৪৭ বলে ৫৮)। ৫টা (৪টা হবে) ছয় মেরেছিলেন। আমরা ১১৭ রান করেছিলাম। খুশদীল যাওয়ার পরে দল হিসেবে আমরা মোমেন্টাম হারিয়েছি, ওই জায়গা কেউ নিতে পারেননি। লোকাল প্লেয়ারদের কেউ খেলতে পারেনি।’
খুলনা টাইগার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। ১৫ রানে ৫ উইকেট হারায় তারা। সৌম্য সরকার ইনিংসের দ্বিতীয় বলে রান আউট হওয়ায় দল মানসিকভাবে পিছিয়ে পড়ে বলে মন্তব্য করেছেন রংপুর রাইডার্সের কোচ মোহাম্মদ আশরাফুল। তবে খুলনার স্পিনের বিপক্ষে আগ্রাসী মানসিকতা দেখাতে হতো বলেও উল্লেখ করেন তিনি।
আশরাফুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের আরেকটু বিগ হার্ট নিয়ে খেলতে হতো। প্রথম ওভারে কেউ আউট হতেই পারে। এরপর যেভাবে দল পিছিয়ে পড়েছে, আমার মনে হয়, আরেকটু আগ্রাসী খেলাই যেত। পরপর ৫ ওভার তারা স্পিন বোলিং করেছে। আরেকটু আগ্রাসী খেললে হয়তো উইকেট আরেকটা পড়ে যেত। কিন্তু আমরা আগ্রাসী খেলিনি বলেই প্রতিপক্ষ চড়ে বসেছিল। গ্লোবাল লিগে জেতার কারণ ছিল খুশদীলের ওই ব্যাটিংটা। আশা করেছিলাম সাইফউদ্দিন, শেখ মেহেদীদের একজন হয়তো ওমন একটা ইনিংস খেলবে।’
রংপুরের টানা ৮ জয়ে খুশদীলের সঙ্গে ভালো ভূমিকা ছিল ইফতিখার আহমেদের। পাকিস্তানি এই অলরাউন্ডার রংপুরের পরাজিত হওয়া ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন। কিন্তু জেমস ভিন্সি, আন্দ্রে রাসেল ও টিম ডেভিড আসায় তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আশরাফুল জানান, রাসেল, ডেভিডদের মতো বড় নাম আসলে তাদের জায়গা দেওয়া স্বাভাবিক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২০ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলো ইইউ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০ বিলিয়ন ইউরোরও বেশি মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে।
ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কের বিপক্ষে বুধবার ইইউ তাদের প্রথম পদক্ষেপ গ্রহণ নিলো। বাড়তি শুল্ক আরোপিত পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন, মোটরসাইকেল এবং প্রসাধনসহ অন্যান্য পণ্য।
ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যদি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ আলোচনার ফলাফলে সম্মত হয়, তাহলে এই পাল্টা ব্যবস্থাগুলো যেকোনো সময় স্থগিত করা যেতে পারে।”
১৫ এপ্রিল থেকে নতুন এই শুল্ক কার্যকর করবে ইউরোপীয় কমিশন।
বিবৃতিতে বলা হয়েছে, “ইইউ মার্কিন শুল্ককে অযৌক্তিক ও ক্ষতিকারক বলে মনে করে, যা উভয়পক্ষের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
ঢাকা/শাহেদ