রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা মহাখালী রেল গেটে যান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো.

শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/রায়হান/রফিক   

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চে শতভাগ স্কলারশিপ

মালয়েশিয়ার ওয়ার্ল্ড র‌্যাংকিং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। চলতি ২০২৫ সালের মে ইনটেক এ শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে বিস্তারিত জানাতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী স্কলারশিপ ডে।

আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারি শুক্র, শনি ও রবিবার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা এর নিচতলায় এই স্কলারশিপ ডে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে স্কলারশিপ ডে’র কার্যক্রম। এ সময় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ