Risingbd:
2025-03-09@23:13:54 GMT

ধারে অ্যাস্টন ভিলায় রাশফোর্ড 

Published: 3rd, February 2025 GMT

ধারে অ্যাস্টন ভিলায় রাশফোর্ড 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস রাশফোর্ডের সম্পর্কটা দুই-চার বছরের না। দীর্ঘ ২০ বছর ধরে রেড ডেভিলদের সাথে জড়িয়ে আছে এই ইংলিশ ফরোয়ার্ডের নাম। সেই ঠিকানা ছেড়ে রবিবার (২ ফেব্রুয়ারি, ২০২৫) অ্যাস্টন ভিলায় যোগ দিলেন এই ২৭ বছর বয়সী এই ফুটবলার। মূলত ইউনাইটেডের বদলি কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়াই ক্লব বদলাতে হলো রাশফোর্ডকে।

অন্যদিকে রেড ডেভিলদের প্রাক্তন ম্যানেজার এরিক টেন হাগ তার পছন্দের ফুটবলারদের ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছিলেন। ঠিক এই জায়গাটাতেই ঝামেলার শুরু। ইউনাইটেডের কোচ আমোরিম একজন পর্তুগিজ। দেশটির ম্যানেজাররা ঐতিহ্যগতভাবে শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন। যা জোসে মোরিনহো থেকে শুরু করে ফার্নান্দো সান্তোস সবার মাঝেই বিদ্যমান।

মাঠে পারফরম্যান্সের ওঠা-নামা থাকবেই। তবে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা না থাকাটাই সমস্যার। অনুশীলনে রাশফোর্ডের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না আমোরিম। এই ৩৯ বছর বয়সী কোচ ইংলিশ ফরোয়ার্ডেকে নিয়ে এতোটাই হতাশ ছিলেন যে বলে ফেলেছিলেন- প্রয়োজনে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকে খেলাবেন তবু রাশফোর্ডকে না।

আরো পড়ুন:

প্রিমিয়ার লিগে রেকর্ডের সপ্তাহ 

ম্যানসিটিকে উড়িয়ে রাইসের হুংকার: লিভারপুলকে পেছনে ফেলব   

ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের হয়ে রাশফোর্ড ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি এবং করিয়েছিলেন ৬৩টি। জিতেছিলেন ৫টি শিরোপাও।

এদিকে শৈশবের ক্লাব ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম রাশফোর্ড লিখেছেন, “আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাই ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। অ্যাস্টন ভিলা এ মৌসুমে যেভাবে খেলেছে আমি এক কথায় সেটির ভক্ত। কোচের লক্ষ্যও আমার ভালো লেগেছে। আমি শুধু ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বাকি মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।”

রাশফোর্ড আপাতত ধারে যোগ দিয়েছেন ভিলায়। তবে সামনের গ্রীষ্মে পাকাপাকিভাবে যোগ দেওয়ার একটি ধারা আছে চুক্তিতে। ভিলা কোনধরনের লোন ফি দিচ্ছে না ইউনাইটেডকে, তবে রাশফোর্ডের সাপ্তাহিক বেতনের ৭৫ শতাংশ দিবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অ য স টন ভ ল

এছাড়াও পড়ুন:

কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ