Risingbd:
2025-02-05@09:58:57 GMT

ধারে অ্যাস্টন ভিলায় রাশফোর্ড 

Published: 3rd, February 2025 GMT

ধারে অ্যাস্টন ভিলায় রাশফোর্ড 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস রাশফোর্ডের সম্পর্কটা দুই-চার বছরের না। দীর্ঘ ২০ বছর ধরে রেড ডেভিলদের সাথে জড়িয়ে আছে এই ইংলিশ ফরোয়ার্ডের নাম। সেই ঠিকানা ছেড়ে রবিবার (২ ফেব্রুয়ারি, ২০২৫) অ্যাস্টন ভিলায় যোগ দিলেন এই ২৭ বছর বয়সী এই ফুটবলার। মূলত ইউনাইটেডের বদলি কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়াই ক্লব বদলাতে হলো রাশফোর্ডকে।

অন্যদিকে রেড ডেভিলদের প্রাক্তন ম্যানেজার এরিক টেন হাগ তার পছন্দের ফুটবলারদের ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছিলেন। ঠিক এই জায়গাটাতেই ঝামেলার শুরু। ইউনাইটেডের কোচ আমোরিম একজন পর্তুগিজ। দেশটির ম্যানেজাররা ঐতিহ্যগতভাবে শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন। যা জোসে মোরিনহো থেকে শুরু করে ফার্নান্দো সান্তোস সবার মাঝেই বিদ্যমান।

মাঠে পারফরম্যান্সের ওঠা-নামা থাকবেই। তবে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা না থাকাটাই সমস্যার। অনুশীলনে রাশফোর্ডের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না আমোরিম। এই ৩৯ বছর বয়সী কোচ ইংলিশ ফরোয়ার্ডেকে নিয়ে এতোটাই হতাশ ছিলেন যে বলে ফেলেছিলেন- প্রয়োজনে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকে খেলাবেন তবু রাশফোর্ডকে না।

আরো পড়ুন:

প্রিমিয়ার লিগে রেকর্ডের সপ্তাহ 

ম্যানসিটিকে উড়িয়ে রাইসের হুংকার: লিভারপুলকে পেছনে ফেলব   

ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের হয়ে রাশফোর্ড ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি এবং করিয়েছিলেন ৬৩টি। জিতেছিলেন ৫টি শিরোপাও।

এদিকে শৈশবের ক্লাব ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম রাশফোর্ড লিখেছেন, “আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাই ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। অ্যাস্টন ভিলা এ মৌসুমে যেভাবে খেলেছে আমি এক কথায় সেটির ভক্ত। কোচের লক্ষ্যও আমার ভালো লেগেছে। আমি শুধু ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বাকি মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।”

রাশফোর্ড আপাতত ধারে যোগ দিয়েছেন ভিলায়। তবে সামনের গ্রীষ্মে পাকাপাকিভাবে যোগ দেওয়ার একটি ধারা আছে চুক্তিতে। ভিলা কোনধরনের লোন ফি দিচ্ছে না ইউনাইটেডকে, তবে রাশফোর্ডের সাপ্তাহিক বেতনের ৭৫ শতাংশ দিবে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অ য স টন ভ ল

এছাড়াও পড়ুন:

কর্মকর্তার বেতন বন্ধ করে দিল কুবি প্রশাসন 

দীর্ঘ ছয় মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেকশন অফিসার মো. রেজাউল ইসলাম মাজেদের বেতন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

তিনি বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার দপ্তরের কর্মরত এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “গত ৫ আগস্টের পরে তিনি আর অফিসে আসেননি। গত জানুয়ারি মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করা হয়েছে।”

গত ১৬ জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিতির জবাব চেয়ে গত ২৩ অক্টোবর নোটিশ দেওয়া হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কর্মকর্তা মাজেদ জবাব না দিলে গত ৩ নভেম্বর আবারো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেটারও কোন জবাব পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে ছিলেন, আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ এবং সদস্য সচিব অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. মাহমুদুল হক। 

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ