নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট)। এসময় দুটি ইটভাটা অবৈধভাবে পরিচালনা করায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে প্রায় ৩০ হাজার ইট বিনষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।  একই সাথে একটি ইটভাটাকে ইটপ্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ’র কর্মকর্তাবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ চেম্বার অব কমার্স’র নির্বাচনে লড়বেন ২৬ প্রার্থী 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ২৬ জনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের এক সভায় এ ঘোষণা করা হয়।

তালিকায় জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১জন প্রার্থীর নাম স্থান পায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

 সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, চেম্বার অব কমার্সের নির্বাচনে আপীল বোর্ডের সভায় বাতিলকৃত মনোনয়নপত্রের আপত্তি বিষয়ে শুনানি হয় গত ১ ফেব্রুয়ারি। এসময় প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের শুনানি শেষে সদস্যপদ নথিপত্র ও ভোটার তালিকা যাচাই করে সকল সদস্যের সিদ্ধান্ত মতে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, চেম্বারের আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রার্থীরা মনোনয়নপত্র

দাখিল করার পরে ২৬ জানুয়ারি, নির্বাচন বোর্ডের সভায় সকল সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্রের বক্সের ভিতরে ২৬টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপের ১৮ জন, এসোসিয়েট গ্রুপের ৭ জন ও ট্রেড গ্রুপের ১ জনের মনোনয়নপত্র বৈধ প্রার্থী তালিকায় স্থান পায় এবং জেনারেল গ্রপের ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- জেনারেল গ্রুপে মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মো. আঃ হাই রাজু, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, মো. মজিবুর রহমান, মো. গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মো. সোহাগ, মোহাম্মদ বজলুর রহমান, মো. হানিফ মিয়া, মো. মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল মামুন।

এসোসিয়েট গ্রুপে আছেন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম। ও ট্রেড গ্রুপ্রে একমাত্র চুরান্ত প্রার্থী হলেন শ্রী বিকাশ চন্দ্র সাহা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই  
  • চুরি হওয়া প্রাইভেট কারে দুই নারীর কাছে মিলল ৪০ কেজি গাঁজা
  • চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধারে তল্লাশি, দুই নারীসহ মিলল ৪০ কেজি গাঁজা
  • বই পেয়ে খুশি বেদে সম্প্রদায়ের শিশুরা, শিক্ষা সহায়তায় এগিয়ে এলো প্রশাসন
  • সরস্বতী পূজার মন্ডপ পরিদর্শনে মহানগর যুবদলের আহ্বায়ক সজল
  • শাপলার মেডিকেল কলেজে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও
  • না’গঞ্জ চেম্বার অব কমার্স’র নির্বাচনে লড়বেন ২৬ প্রার্থী 
  • আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মহানগর বিএনপির মিছিল 
  • বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত