নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট)। এসময় দুটি ইটভাটা অবৈধভাবে পরিচালনা করায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে প্রায় ৩০ হাজার ইট বিনষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।  একই সাথে একটি ইটভাটাকে ইটপ্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।


সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ’র কর্মকর্তাবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শ্লীলতাহানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে কিল-ঘুষি মারলেন বিএনপি নেতা

শ্লীলতহানির প্রতিবাদ করায় বরিশালের বাকেরগঞ্জ সদরে এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করা হয়েছে। শুক্রবার দুপুরের এ মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সড়করে ওপর ফেলে এক নারীকে এক যুবক কিল ও ঘুষি দিচ্ছেন। আর যুবককে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, সদর রোডে পোশাক বিক্রির দোকান খন্দকার বস্ত্রালয়ে পোষাক কিনতে গিয়েছিলেন ওই নারী। এসময় তিনি দোকানের মালিক জাকির হোসেনের শ্লীলতাহানির শিকার হন।

ভুক্তভোগী নারীর ভাষ্য, পোশাক দেখানোর নামে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন দোকান মালিক। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেন দোকান মালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান।

একাধিক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে যায়।

অভিযুক্ত জাকির হোসেন নিজেকে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, দোকানের মধ্যে গিয়ে তার ওপর হামলা করলে তিনি পাল্টা হামলা করেন। এতে দোষ হলে তার কিছুই করার নেই।

অবশ্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ভিন্ন দাবি, জাকির ওই নারীর ছেলের ওপর হামলা করেন। এসময় ওই নারী তার ছেলেকে রক্ষা করতে যান। তবে তার ওপর হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ শহরের তুচ্ছ ঘটনায় ছাত্রদল কর্মী খুন
  • ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • সারাদেশে ধর্ষণের ঘটনায় শাবিতে বিক্ষোভ
  • কেন্দ্রীয় আমরা মোহামেডানের  আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • শ্লীলতাহানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে কিল-ঘুষি
  • শ্লীলতাহানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে কিল-ঘুষি মারলেন বিএনপি নেতা
  • অস্ত্রধারী সোহাগ বিএনপি ও ছাত্রদলের কেউ না : সাগর
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত
  • অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজি দমনে ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ
  • অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজি দমনে ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ