বাড়িতে ডেকে এনে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ‘ভয়’ দেখিয়ে কিশোরীর গর্ভপাত
Published: 3rd, February 2025 GMT
যশোরের শার্শায় মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে আবু তালেব (৬০) নামে ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ সোমবার শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আবু তালেব উপজেলার বসতপুর কলোনি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তবে ভুক্তভোগী কিশোরীর গ্রামে ঘরজামাই থাকেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকে বাকপ্রতিবন্ধী। কিশোরী ঘরজামাই আবু তালেবের বাড়িতে প্রায় যাতায়াত করত। এই সুযোগে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে ডেকে ধর্ষণ করতেন আবু তালেব। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মা বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানান এবং বিচার চান। কিন্তু বিচার না করে বিষয়টি ধামাচাপা দিতে ওই কিশোরীর বাবা-মাকে ভয় দেখানোর অভিযোগ ওঠে। পরে গোগা বাজারের পল্লী চিকিৎসক রেজার স্ত্রীর সহযোগিতায় ওই কিশোরীকে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেওয়ায় সন্দেহ হয়। পরে তাকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে রিপোর্টে দেখা যায় সে ২ মাসের অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি মেয়ের কাছে জানতে চাইলে সে ইশারায় আবু তালেবের নাম বলে কেঁদে ওঠে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ সম্পর্কিতরা বিএনপিতে থাকার সুযোগ পাবে না: মামুন মাহমুদ
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য পদে থাকলে, তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। বিএনপিতে থাকার সুযোগ তাদের থাকবে না। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মামুন মাহমুদের সভাপতিত্বে সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটির সকলেই উপস্থিত ছিলেন।
তারা হলেন, আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল ও সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মাহমুদ বলেন, ২০১৭ সালে যারা সদস্য হয়েছিলেন শুধু তাদের নবায়ন করার জন্য কেন্দ্র থেকে যে ফর্ম দেওয়া হবে শুধু তারাই সদস্য নবায়ন করতে পারবেন। কেউ যদি মৃত্যুবরণ করেন অথবা অন্য দলে যেয়ে থাকেন এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাথে সম্পর্ক থেকে থাকে তা যদি প্রমাণিত হয় তার সদস্য পদ থাকবে না।
তিনি আরও বলেন, সভায় আলোচনার পর আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, জেলার সব থানাসহ ১০টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আগামী কাল বৃহস্পতিবার আলোচনা সভা করা হবে।
আহ্বায়ক কমিটির উদ্যোগে জেলা শহরে একটি আনন্দ র্যালি করা হবে। সে র্যালিটি একটি ঐতিহাসিক ও স্মরণকালের বৃহৎ র্যালি হবে। সে র্যালির মাধ্যমে সারা দেশবাসী জানবে নারায়ণগঞ্জে বিএনপির একটি নতুন কমিটি হয়েছে।
আমাদের এ র্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জবাসী জানবে নারায়ণগঞ্জে একটি নতুন কমিটি হয়েছে এবং এই কমিটি যথাযথ দায়িত্ব পালন করবে। আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা বিএনপি।