ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার আয়কর নথি জব্দসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, ফারজানা রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ কোটি টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাহার ৩৯৩ টাকার মূল্যমানের সম্পত্তি অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফারজানা রহমান ইঙ্গিতার বিদেশ গমন রহিত করা আবশ্যক। এ ছাড়া পৃথক আবেদনে ঈপ্সিতার ২০১৩-১৪ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। আদালত তা মঞ্জুর করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ শত য গ রহম ন

এছাড়াও পড়ুন:

মতিউরকন্যাসহ ৪ জনের আয়কর নথি জব্দ

বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস, ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ আবুল কালাম আযাদ ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন এবং ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপ্সিতা আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ইপ্সিতার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

মাসুদ বিশ্বাসের নথি জব্দের আবেদনে বলা হয়েছে, মাসুদ বিশ্বাস জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকা সম্পদ ভোগদখলে রাখায় দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সেজন্য তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। 

আবুল কালাম ও তার স্ত্রীর নথি জব্দের আবেদনে বলা হয়, আবুল কালাম আযাদ অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৯ লাখ ৯ হাজার ৫২৭ টাকা মূল্যর সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের আয়কর নথি খোলার বর্ষ থেকে ২০২৪-২৫ বর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করা প্রয়োজন। 

ইপ্সিতার আবেদনে বলা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান পূর্বক ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। মূল আয়কর নথির ২০১৩-১৪ হতে ২০২৩-২৪ বর্ষ পর্যন্ত যাবতীয় তথ্যাদি জব্দ করা প্রয়োজন। 

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, ইপ্সিতা দেশে অবস্থান করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশগমন রহিত করা প্রয়োজন। 

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • মতিউরকন্যাসহ ৪ জনের আয়কর নথি জব্দ