গাজীপুর চৌরাস্তায় মার্কেটে আগুন
Published: 3rd, February 2025 GMT
গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগে। বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন:
নরসিংদীতে টেক্সটাইল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নদীতে নিখোঁজ ৩ স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “মার্কেটে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডানায় গুলিবিদ্ধ ইগলকে মাঠ থেকে উদ্ধার করে প্রাণিসম্পদ দপ্তরে দুই কিশোর
মাঠের ধানখেত দেখতে গিয়েছিল দুই কিশোর। খেতের ভেতর হঠাৎ একটি বড় ইগল পড়ে থাকতে দেখে তারা। কাছে যেতেই ইগল পাখিটি চোখ রাঙানো শুরু করে। প্রথমে ভয় পেয়ে যায় কিশোরেরা। এরপর তারা সাহস করে যন্ত্রণায় কাতর পাখিটির কাছে যায়। ধানখেত থেকে জমির আইলে তুলে এনে দেখে, দুটি ডানায় ক্ষতচিহ্ন ও রক্ত।
এরপর প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অসুস্থ ইগলটিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসে তারা। সেখানে ইগলটিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। ইগলের দুই ডানায় গুলি করা হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান।
দুই কিশোরের এমন কাজে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই দুই কিশোর হলো মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। তাদের বাড়ি পাশের নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল বাহ্মণপুকুর গ্রামে।
মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী