নরসিংদীতে টেক্সটাইল কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৫ ইউনিট
Published: 3rd, February 2025 GMT
নরসিংদীর মাধবদীর মেহেরপারায় অবস্থিত মরিয়ম টেক্সটাইলে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কারখানায় আগুন লাগে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মী সিদ্দিকুর রহমান রায়হান। এবিষয়ে জানতে নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমদাদুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।০
টেক্সটাইলের শ্রমিক মাহবুবুর রহমান বলেন, হঠাৎ করে কারখানার ভেতরে আমরা ধোঁয়া দেখতে পাই। আতঙ্কে আমরা কারখানা থেকে বেরিয়ে আসি। কি কারণে আগুন লেগেছে আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের সম্পূর্ণ মিলটিতে আগুন লেগেছে। কারখানার ভেতরে কোনো শ্রমিক আছেন কিনা সেটাও এখন বলতে পারছি না।
আরো পড়ুন:
নদীতে নিখোঁজ ৩ স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মী সিদ্দিকুর রহমান রায়হান বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আমরা চেষ্টা করছি। পরবর্তীতে সব কিছু বলা যাবে।
ঢাকা/হৃদয়/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন করে ক্ষমতায় আসবে কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ: লক্ষ্মীপুরে এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনো দিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, কখনো সেই চেষ্টা করেনি।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির নেতা এ্যানি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
এ্যানি আরও বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি তাঁর দরদ, তাঁর স্বাভাবিক রাজনীতি, মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তাঁর কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ।