তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তাইওয়ানের সংবাদ সংবাদ সংস্থা সিএনএ-কে এসব তথ্য আজ নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট বোন ডি সু।

জাপানে বেড়াতে গিয়ে মারা গেছেন বার্বি। এ তথ্য উল্লেখ করে ডি সু সংবাদমাধ্যমটিকে বলেন, “আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় এবং দয়াশীল বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।”

‘মিডিয়া গার্ডেন’খ্যাত বার্বির বোন হতে পেরে গর্বিত ডি সু। তার ভাষায়, “এক জীবনে তার বোন হতে পেরে, তার সঙ্গে সময় কাটাতে পেরে, পরস্পরের যত্ন নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সবসময়েই তার অভাব বোধ করব।”

আরো পড়ুন:

শিল্পীদের বাধা, অভিনয়শিল্পী সংঘের উদ্বেগ

শামীম-তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

বার্বি ঠিক কবে মারা গেছেন এ তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জানা যায়, ২ ফেব্রুয়ারি মারা গেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ