বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুল সালাম (৫০) ইন্তেকাল করেছেন। রোববার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

বেলা আড়াইটার দিকে বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সালাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রোববার রাতে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর গ্রামের বাড়ি মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়ায় ছেলে মিরাজের পাশেই তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শহীদ মিরাজ একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে কলেজ শাখায় ভর্তি হন। পরে জীবিকার সন্ধানে ঢাকায় কাজ করতে গিয়েছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে তিনি আহত হন। গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে এসএসসি পরীক্ষা দিতে পারল না ১৩ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি হলদিয়া পালং আদর্শ বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার দিন সকালে তারা প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে বিদ্যালয়ের গেটে তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়ে।

এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো রেজিস্ট্রেশন ও ফরম পূরণের টাকা দিলেও বোর্ডে তাদের ফরম জমা দেওয়া হয়নি।

পরীক্ষার্থী মাসুমা আক্তারের অভিভাবক নুরুল আলম বলেন, “সব টাকা দিয়েছি, মেয়েটা সারাদিন কান্নাকাটি করেছে। স্কুলে গেলে দেখি তালাবদ্ধ, কেউ নেই।”

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, “১৩ জন শিক্ষার্থীর কারোই বোর্ডে ফরম পূরণ হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ৩০ মিনিট আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা বোর্ডে খোঁজ নিয়ে জানতে পারি, তাদের ফরম পূরণই হয়নি। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভুক্তভোগী অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ